স্মার্টফোনের দুনিয়ায় একাধিক স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে সর্বদাই চলতে থাকে অন্তর্দ্বন্দ্ব। তবে এই কোম্পানি গুলির মধ্যে জনপ্রিয় কোম্পানি হল samsung। অতি পুরোনো জনপ্রিয় কোম্পানি samsung দুর্দান্ত ফিচারস এবং দুর্দান্ত পারফরমেন্সের কারণে জনপ্রিয়তার শীর্ষ রয়েছে। খুব সম্প্রতি স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের A সিরিজের দুটি নতুন ফোন, Samsung Galaxy A14 5g এবং Samsung Galaxy A23 5g। ফোন দুটি কিছুদিন আগেই ভারতীয় মার্কেটে লঞ্চ করেছিল samsung।
১৯শে জানুয়ারি থেকে অফিশিয়াল বিভিন্ন সাইটে উপলব্ধ হয়েছে এই ফোন। লঞ্চ অফার হিসেবে এই দুটি ফোনের ওপর দেওয়া হবে ২০০০ টাকা ডিসকাউন্ট। ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকেও অনেক মিল রয়েছে এই দুটি ফোনের। samsung galaxy A14 ফোনটি samsung galaxy A13 এর উত্তরসূরী হিসেবে মনে করা হচ্ছে এবং samsung galaxy A23 samsung galaxy A22 এর আপডেটেড ভার্সন। চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক এই দুটি ফোনের স্পেসিফিকেশন, দাম এবং অফার সম্পর্কে সম্পর্কে।
Samsung Galaxy A14
এই ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল, সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এর সাথে রয়েছে ৫০০০mAh ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
samsung galaxy a14 5g
ফোনটি তিনটি ভেরিয়্যান্টে উপলব্ধ। যার বেস ভেরিয়্যান্টে রয়েছে ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজ, যার দাম রাখা হয়েছে মাত্র ১৬,৪৯৯ টাকা। অপর ভেরিয়েন্টিতে রয়েছে ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ, যার দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। শেষ ভেরিয়েন্টিতে রয়েছে ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ, যার দাম রয়েছে ২০,৯৯৯ টাকা। এই ফোনটি বর্তমানে তিনটি কালার অপশনে উপলব্ধ, যা হলো ডার্ক রেড, লাইট গ্রীন এবং ব্ল্যাক।
Samsung Galaxy A23 5g
এই ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য ফোনটিতেও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, সঙ্গে ২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সঙ্গে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
samsung galaxy a23 5g ফোনটি দুটি ভেরিয়েন্টে উপলব্ধ। যার একটি ভেরিয়েন্টে রয়েছে ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ, এর দাম রয়েছে ২২,৯৯৯ টাকা। অপর বিকল্পটিতে রয়েছে ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ, যার দাম রয়েছে ২৪,৯৯৯ টাকা। বর্তমানে এটি সিলভার, অরেঞ্জ লাইট ব্লু এই তিনটি কালার অপশনে উপলব্ধ।