টেক নিউজনিউজ

দিনে মাত্র ৪৪ টাকা দিলেই কিনতে পারবেন নতুন 5G স্মার্টফোন, এই কোম্পানি দিচ্ছে সুবর্ণ সুযোগ

প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরো সহজ তুলে করে তুলেছে। দিনের পর দিন প্রযুক্তির উন্নতি আমাদের আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে শুরু হয়েছে 5g পরিষেবা। ইতিমধ্যে দেশের মেট্রোপলিটন শহরগুলিতে শুরু হয়ে গেছে 5g পরিষেবা। আর 5g পরিষেবা ব্যবহার করতে গ্রাহকদের মনে উৎকণ্ঠার শেষ নেই। তাই এই 5g পরিষেবা ব্যবহার করার জন্য বাড়ছে 5g স্মার্টফোনের ব্যবহার।

বর্তমানে 5g পরিষেবা ব্যবহার করবার জন্য 5g স্মার্ট ফোনগুলির বিক্রয় বেড়েই চলেছে। আর এই মার্কেটে নিজেদের অস্তিত্বকে আরও দৃঢ় করতে samsung ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে তাদের বেশ কিছু 5g স্মার্টফোন। সম্প্রতি স্যামসাং তাদের বেশ কিছু 5g স্মার্টফোন মার্কেটে লঞ্চ করেছে। নতুন বছরের শুরুতে এই জানুয়ারি মাসেই লঞ্চ করেছে তাদের দুটি স্মার্টফোন, Samsung Galaxy A14 5g, Samsung Galaxy A23 5g।

তবে এবার শুধুমাত্র 5g স্মার্টফোন নয়, স্মার্টফোনের দুনিয়ায় বড়সড় বদল আনতে চলেছে Samsung। সম্প্রতি স্যামসাং দেওয়া অফারে রীতিমত অবাক গ্রাহকেরা। Samsung তাদের গ্রাহকদের জন্য এমন একটি অফার নিয়ে এসেছে, যা তাদের স্মার্ট ফোন প্রস্তুতকারী কোম্পানির দুনিয়ায় সর্বাধিক বিক্রিত স্মার্টফোন হিসেবে তুলে ধরতে ব্যাপকভাবে কার্যকরী হবে। samsung এর এই নতুন অফারটিতে মাত্র দৈনিক ৪৪ টাকার বিনিময়ে গ্রাহকেরা বাড়িতে কিনে নিয়ে আসতে পারবেন নতুন 5g স্মার্টফোন।

সম্প্রতি আইএএনএস রিপোর্টে জানা গেছে যে Samsung ৭৫% বিজনেস 5g স্মার্টফোনের মাধ্যমে করবে। আর যার কারণে তারা তাদের এই নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে এসেছে। যার ফলে গ্রাহকেরা মাত্র দৈনিক ৪৪ টাকার বিনিময়ে কিনতে পারবেন একটি নতুন 5g স্মার্টফোন। এর জন্য ক্রেতাদের মাসিক ইএমআই দিতে হবে মাত্র ১,৩২০ টাকা। স্যামসাং ইন্ডিয়ার সিনিয়ার ডিরেক্টর আদিত্য বাব্বরের মতে, এই পরিকল্পনা মাফিক চলতে পারলে স্যামসং এই বছর ব্যাপক বাজার করতে পারবে। তবে samsung এর এই নব পরিকল্পনা ভারতবাসীর পকেটের ওপর চাপ না দিয়ে দিতে পারবে 5g পরিষেবা।