বাজার কাঁপাতে আসছে Redmi-র এই দুর্দান্ত নোট সিরিজের স্মার্টফোন, লঞ্চের আগেই ফাঁস ক্যামেরা থেকে ব্যাটারির সব তথ্য

Advertisement

বাজারে এলো Redmi Note 12R Pro, যার স্টোরেজ সহ স্পেসিফিকেশন রয়েছে দুর্দান্ত, জানুন বিস্তারিত। বর্তমানে কম-বেশি সকলের হাতেই দেখা যায় স্মার্টফোন। বলা যায় মার্কেটে রমরমিয়ে চলছে স্মার্টফোনের বাজার। আসছে নতুন নতুন ফিচার যুক্ত ব্র্যান্ডেড স্মার্টফোন। সম্প্রতি চীনে সেরকম একটি স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। ২৯ শে এপ্রিল অর্থাৎ শনিবার চীনে Redmi Note 12R Pro লঞ্চ করার কথা রয়েছে। চলুন এই নতুন স্মার্টফোনের ফিচার্স, স্পেসিফিকেশন সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক। খবর রয়েছে, চীনে ইতিমধ্যে উপলব্ধ রয়েছে Redmi Note 12 5G।

Advertisements

আর সেই স্মার্টফোনেরই রিব্র্যান্ডেড ভার্সন হবে এই Redmi Note 12R Pro ডিভাইসটি। তবে লঞ্চ করার আগেই প্রকাশ্যে এসেছে এই স্মার্টফোনের যাবতীয় তথ্য। জানা যাচ্ছে, মেমোরি কনফিগারেশন বাদ দিয়ে বাকি সবকিছুই রেডমি নোট টুয়েলভ ফাইভজির মতো হতে পারে এই নতুন স্মার্টফোনটি। Redmi Note 12 5G-তে রয়েছে 4, 6 এবং 8 জিবি র‍্যামের ভ্যারিয়েন্ট। এই সবকটিতেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। তবে অন্যদিকে রেডমি নোট টুয়েলভ আর প্রো-তে আসবে শুধু ১২ জিবি র‍্যাম সাথে 256 জিবি স্টোরেজ।

Advertisements

এছাড়াও এই নতুন স্মার্টফোনটিতে থাকবে ৬.৬৭ ইঞ্চির স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে। যা অফার করবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ নিট পিক ব্রাইটনেস এবং ফুলএইচডি+ রেজোলিউশন। এর পাশাপাশি এই ডিভাইসটি চালিত হবে কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট দ্বারা। অন্যদিকে, এই নতুন ডিভাইসটিতে থাকবে মাইক্রোএসডি কার্ড স্লট, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং আইপি৫৩ (IP53)-রেটেড চ্যাসিস সহ আরো অন্যান্য ফিচার্স।

এছাড়াও Redmi note 12R pro-তে তিনটি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে – ব্ল্যাক, হোয়াইট এবং গোল্ড। রেডমি নোট টুয়েলভ আর প্রো-এর ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে জানা গিয়েছে, রিয়ার ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সাথে ২ মেগাপিক্সেলের ডেপথসেন্সর ক্যামেরা। সেলফি ক্যামেরা থাকবে আট মেগাপিক্সেলের। এর পাশাপাশি এই ডিভাইসটিতে ৫০০০ mah-এর ব্যাটারি অফার করা হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে রেডমির এই নতুন ফোনের দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

Related Articles