বাজার কাঁপাতে লঞ্চ হতে চলেছে Realme-র এই চোখ ধাঁধানো স্মার্টফোন, পাবেন ২০০MP সেরা ক্যামেরা

Advertisement

কম দামে যদি ভালো ফিচারের স্মার্টফোন চান তাহলে ‘Realme’ স্মার্টফোনের জুড়ি মেলা ভার। ইতিমধ্যেই তারা একাধিক স্মার্টফোন নিয়ে এসে চমকে দিয়েছে গ্রাহকদের। সম্প্রতি সেরকম একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে তারা। যদিও ইতিমধ্যে সেটা চীনে লঞ্চ হয়ে গিয়েছে। তবে ভারতে এখনো লঞ্চ হয়নি। Realme 11 Pro 5G সিরিজের সেই ফোনটির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তথ্য দেওয়া হয়েছে।

Advertisements

সেখান থেকে জানা গিয়েছে যারা আধুনিক ক্যামেরাযুক্ত ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি উপযুক্ত। কারণ, সেখানে রয়েছে একটি ২০০ MP ক্যামেরা। জানা গিয়েছে, ভারতের বাজারে জুন মাসে লঞ্চ করা হবে এই ফোন। তাছাড়া এই ফোনের সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই বেশ কিছু টিজার প্রকাশ করা হয়েছে।

Advertisements

এটি মূলত দুটি মডেলে আসবে, যথা- ‘Realme 11 Pro’ এবং ‘Realme 11 Pro+’। আসুন তাহলে জেনে নেওয়া যাক ফোনের কিছু ফিচার সম্পর্কে।

১. এতে রয়েছে ৩৬০ Hz টাচ স্যাম্পলিং রেট-সহ একটি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০x২৪১২ পিক্সেল) ডিসপ্লে।

২. দুটি মডেলেই অক্টাকোর ৬ nm মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর Mali-G68 GPU এবং ১২ GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে।

৩. Realme 11 Pro-তে রয়েছে ১০০ MP প্রাইমারী ক্যামেরা এবং ২ MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ MP ক্যামেরা।

Realme 11 Pro+ ফোনে রয়েছে ২০০ MP প্রাইমারি ক্যামেরা, ৮ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে ৩২ MP ক্যামেরা।

৪. ব্যাটারী হিসাবে দুটি ফোনেই ৫০০০ mAh ব্যাটারী ব্যবহার করা হয়েছে।

Related Articles