সম্প্রতি এবার শিরোনামে উঠে এলো ‘বাজাজ Qute’ গাড়িটি। যেটাকে মূলত ২০১৮ সালে লঞ্চ করা হয়েছিল। তবে তখন সেটিকে প্রাইভেট ভেহিকেল হিসেবে বাজারে প্রবেশ করানো হয়নি এটিকে মূলত রাখা হয়েছিল কোয়াড্রিসাইকেল ক্যাটাগরির মধ্যে। যখন তার দাম নির্ধারিত হয়েছিল ২.৪৮ লক্ষ টাকা। তবে এবার জানা গিয়েছে এই গাড়িটিকে প্রাইভেট কার হিসেবে লঞ্চ করা হবে। কারণ, ইতিমধ্যেই এটি NCAT থেকে অনুমোদন পেয়েছে।
আর এটির দাম ২.৮০ লক্ষ থেকে ৩ লক্ষ টাকার মধ্যেই থাকবে। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কোয়াড্রিসাইকেল কাকে বলে? আসলে এগুলি এমন একটি গাড়ি যাকে তিন চাকা ও চার চাকা বিশিষ্ট যানবাহনের মধ্যবর্তী বিভাগে রাখা হয়।
অন্যদিকে এই গাড়িতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে।
১. নন-ট্রান্সপোর্ট ভেহিকেল ক্যাটাগরিতে অনুমোদন পাওয়ার পর এটির ওজন বাড়ানো হয়েছে ১৭ কেজি। গাড়িটি একটি ২১৬ CC-র একক সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হবে যা ১২ bhp শক্তি উৎপাদন করতে সক্ষম।
২. গাড়িটির সর্বোচ্চ গতি হবে ৭০ থেকে ৮০ কিমি প্রতি ঘণ্টা।
৩. আগে, বাণিজ্যিক বাহন হিসেবে আসা Qute-এর একটি CNG ভেরিয়েন্টও ছিল। এখন মনে করা হচ্ছে প্রাইভেট কার হিসেবে পেট্রোলের পাশাপাশি এতে CNG এবং LPG ভেরিয়েন্টকেও উপলব্ধ করা হবে।
৪. গাড়িটিতে চালকসহ ৪ জন বসতে পারবেন। পাশাপাশি এসি, এয়ারব্যাগ, ডিস্ক ব্রেক এবং পাওয়ার স্টিয়ারিংয়ের মতো ফিচার্সও উপলব্ধ থাকবে।
৫. এতে একটি ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকবে। যার মধ্যে ৫ স্পিড সিকুয়েন্সিয়াল ফ্রন্ট এবং ১টি রিয়ার অর্থাৎ ব্যাক গিয়ার থাকবে। এই মডেলের গাড়ির মাইলেজ হবে প্রতি লিটারে প্রায় ৩৬ কিলোমিটার।