সময়ের সাথে সাথে স্মার্টফোনের ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। বিভিন্ন সংস্থার তরফ থেকে বিভিন্ন মডেলের স্মার্টফোন নিয়ে আসা হয় গ্রাহকদের জন্য। সেই তালিকাতেই রয়েছে ‘Oppo’ সংস্থা। সম্প্রতি তাদের তরফ থেকে ‘Oppo A58 5G’ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। যেখানে রয়েছে দুর্দান্ত সব ফিচার। যা সহজেই গ্রাহক আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
আসুন তাহলে এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
এখানে 1612×720 পিক্সেল রেজোলিউশন-সহ 6.56 ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে। এই ডিসপ্লেটি 90Hz-এর রিফ্রেশ রেট এবং 600 nits-এর পিক লেভেল ব্রাইটনেসের সাথে উপলব্ধ।
MediaTek Dimensity 700 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে ColorOS 12.1 বুট করে।
রয়েছে 5000mAh-এর ব্যাটারী। 33W-এর সুপার VOOC ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে তাতে।
ফোনটিতে 8 GB LPPDDRx RAM এবং 256 GB স্টোরেজ রয়েছে।
50-মেগাপিক্সেলের (f/1.8) প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের (f/2.4) ডেপথ সেন্সরও, 8 মেগাপিক্সেলের (f/2.0) ফ্রন্ট ক্যামেরা।
এছাড়াও এই ফোনে ডুয়েল সিম, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3, GNSS এবং USB টাইপ-সি-এর মতো বৈশিষ্ট্যগুলি উপলব্ধ রয়েছে।