মাত্র ৫৯ হাজার টাকায় স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার আনল Ninebot, পাবেন আকর্ষণীয় ফিচারস

মাত্র ৫৯ হাজারে Ninebot নিয়ে আসল এক দুর্দান্ত ই-স্কুটার। দিন দিন পেট্রোল-ডিজেলের যে দাম বাড়ছে তাতে চাহিদা বাড়ছে ইলেকট্রিক স্কুটার আর বড় বড় অটোমোবাইল কোম্পানিগুলো পাল্লা দিয়ে তৈরি করছে উন্নত ধরনের ইলেকট্রিক স্কুটার। তাই এই দৌঁড়ে পিছিয়ে পড়ল না চীনা কোম্পানি নাইনবটও (Ninebot)। তারাও বাজারে আনলেন এক অত্যাধুনিক ই-স্কুটার, যার নাম Electric Far Traveler F90M। RideyLONG ব্যাটারি ও L50 কন্ট্রোলার সহ এই স্কুটারটি এক চার্জে চলে প্রায় ৯০ কিমি। এতে সংযোগ করা হয়েছে হাইপারফর্মেন্স ব্রাশলেস মোটর।
Electric Far Traveler F90M এর বৈশিষ্ট্য:-
১) এতে রয়েছে L50 কন্ট্রোলার।
২) RideyLONG ব্যাটারি।
৩) হাইপারফর্মেন্স ব্রাশলেস মোটর
৪) এমারজেন্সি রাইডিং মোড
৫) ফাইভ লেভেল অ্যাডজাস্টেবল শক সিস্টেম সহ ডিস্ক ব্রেক
৬) রিয়ার শক অ্যাবজর্ভার সিস্টেম
৭) সেন্সর আনলকিং ২.০
৮) পার্কিং সেন্সর ২.০
১০) জিপিএস
১১) বেস স্টেশন
১২) Beidou এর সাপোর্ট
যদি মাঝপথে আপনার ই-স্কুটারটি চলতে চলতে বন্ধ হয়ে যায়, সেই সময় এমারজেন্সি রাইডিং মোড কাজে আসবে। এর সাহায্যে স্কুটারটি চলতে পারবে কিছু পথ। কিন্তু সেই মুহূর্তে অন্যান্য ফাংশানগুলো বন্ধ থাকবে, যার বিদ্যুতের খরচও বাঁচবে। এখানে থাকবে মোবাইল অ্যাপের সাপোর্ট, যার ফলে লোকেশন ট্র্যাক করা যাবে।
Electric Far Traveler F90M দাম কত রাখা হয়েছে?
ই-স্কুটারটির সাথে প্রথম বছরের জন্য স্মার্ট সার্ভিস প্যাকেজ প্ল্যানের সুবিধা থাকবে। এরপর বছরে মাত্র ৭৮০ টাকা দিয়ে সাবস্ক্রিপশন কেনা যাবে। স্কুটারটির দাম রাখা হয়েছে ৫৯,০৮৮ টাকা। তবে ভারতের বাজারে পাওয়া যাবেনা আপাতত।