চুরি করতে গেলেই বেজে উঠবে অ্যালার্ম, দেশে আসতে চলেছে নতুন Honda Activa, জেনে নিন দাম

Advertisement

চোরের হাত থেকে বাঁচাতে এবার দুর্দান্ত ফিচারসহ স্কুটার নিয়ে এলো ‘হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া’। আমরা সকলেই জানি ‘অ্যাক্টিভা’ এই সংস্থার সবথেকে বিক্রিত স্কুটার। তাতেই এবার কিছু অত্যাধুনিক ফিচার এনে আপডেটেড ভার্সন আনতে চলেছে এই সংস্থা।

Advertisements

একটি বিবৃতিতে জানানো হয়েছে এই স্কুটারে ব্যবহার করা হয়েছে H-Smart প্রযুক্তি। স্কুটারটির নতুন মডেলের নাম হতে পারে ‘Activa H-Smart’। স্কুটারে ব্যবহার করা হয়েছে অ্যান্টি-থেপ্ট প্রযুক্তি। যার অর্থ হল স্কুটারটিকে চুরি করা যাবে না। কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?

Advertisements

আসলে স্কুটারটিকে যখন লক করা অবস্থায় রাখা হবে তখন এর সাথে কোনোরকম কারসাজি করতে গেলেই বেজে উঠবে অ্যালার্ম। এমনকি লক করে দেবে মোটরটি। অন্যদিকে আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এই স্কুটারে। স্কুটারে একটি ১১০সিসি, একক-সিলিন্ডার, এয়ার-কুলড ইউনিট ব্যবহার করা হয়েছে।

যা ৭.৮০ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। বর্তমান এই মডেলটি ৭.৬৮ বিএইচপি শক্তি তৈরি উৎপন্ন করে। অন্যদিকে এতো কিছু ফিচার যোগ করার ফলে এই স্কুটারের দামও কিছুটা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Related Articles