টেক নিউজনিউজ

প্যাডেল করেও চালানো যাবে, ১২০ কিমি রেঞ্জ সহ সস্তায় লঞ্চ হল এই দুর্দান্ত ই-বাইক

সম্প্রতি ‘মোটোভোল্ট’এর তরফ থেকে এমন একটি ইলেকট্রিক বাইক নিয়ে আসা হয়েছে, যা ভীষণই কম দামে কিনতে পারবেন গ্রাহকেরা। বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের রমরমা কতখানি বেড়ে গিয়েছে তা আমরা সকলেই জানি। আসলে একদিকে যেমন রয়েছে পরিবেশ দূষণের চিন্তা, অন্যদিকে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে ইলেকট্রিক যানবাহনের দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছেন সকলে।

তবে ভারতে ইলেকট্রিক যানবাহনের দাম এতোটাই বেশি যে সেটি কিনতে দু’বার ভাবতে হচ্ছে সাধারণ মানুষদের। তবে আর চিন্তা নেই কারণ এবার পঞ্চাশ হাজার টাকারও কম দামে ইলেকট্রিক বাইক কিনে ফেলতে পারবেন। সেই সুযোগ করে দিয়েছে কলকাতার সংস্থা ‘মোটোভোল্ট প্রাইভেট লিমিটেড’। আর এই বাইকে এমন কিছু ফিচার রয়েছে যেখানে আপনি প্যাডেল করেও চালাতে পারেন।

শুধু তাই নয় একবার চার্জ দিলে এটি চলবে ১২০ কিলোমিটার রাস্তা। এটির নাম ‘Motovolt URBN’। যেটি একটি BIS অনুমোদিত ব্যাটারী দ্বারা চালিত। এতে রয়েছে চাবির ব্যবস্থা, একইসাথে হ্যান্ডেল লক-সহ আলাদা বেশ কিছু ফিচারস। আর সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই বাইক চালানোর জন্য কোন লাইসেন্স বা রেজিস্ট্রেশনের দরকার পড়ে না।

জানা গিয়েছে, এই ইলেকট্রিক বাইকটি কেনা যাবে মাত্র ৪৯,৯৯৯ টাকায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই বাইকের বুকিং। মাত্র ৯৯৯ টাকাতেই আপনি বুকিং করতে পারবেন বাইকটি। উল্লেখযোগ্য, এই সংস্থা তৈরি হয়েছিল ২০২০ সালে।’ হিমাদ্রি গ্রুপ অফ কোম্পানিজ’এর প্রাক্তন প্রোমোটার তুষার চৌধুরী এই সংস্থাটি চালু করেন। ইতিমধ্যেই ভারত-সহ অন্যান্য জায়গাতেও জনপ্রিয়তা লাভ করেছে তারা।