এর আগে বাজারে সবচেয়ে সস্তার চার চাকা গাড়ি আনার কথা ঘোষণা করেছিল টাটা, যার নাম ছিল Tata Nano. এই ছোট বাজেট মূল্যের গাড়িটি একটা সময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল তবে বর্তমানে যেভাবে যানজট বাড়ছে আবার বাড়ছে দূষণ সেই কথার মাথায় রেখে সামনে আনা হলো টাটা ন্যানোর থেকেও আরো হালকা আর ছোট ইলেকট্রিক গাড়ি। অল্প জায়গায় যাতে চলা যায় সেই জন্য ইজরাইলের একটি স্টার্টআপ সিটি ট্রান্সফরমার নিয়ে এসেছে পরিবেশবান্ধব পুচকে ইলেকট্রিক গাড়ি যার নাম CT2.
সংস্থার দাবি অনুযায়ী তাদের শহরে চলার আদর্শ সিটি টু ট্রাফিক জ্যাম বা কোন পার্কিং জোনে অতি সহজেই নিজের জায়গা বের করে নিতে সক্ষম হবে। জানা গেছে এই গাড়িটির প্রস্থ মাত্র এক মিটার। অর্থাৎ একটি প্রথাগত গাড়ি পার্ক করতে যত জাগয়া লাগে সেই জায়গাই এর চারটি মডেল সহজেই জায়গা করে নেবে।তবে হ্যাঁ এই City Transformer CT2 ফ্যামিলি কার নয়। অর্থাৎ যাদের নিত্যপ্রয়োজনে এদিক সেদিক করতে হয় তাদের জন্য আদর্শ হতে চলেছে এই গাড়ি।
এতে চালক ছাড়া আর একজন যাত্রী বসতে পারবেন। এছাড়াও জানা যাচ্ছে এই গাড়িটি লাস্ট মাইল ডেলিভারির ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। গাড়িটির ওজন মাত্র ৪৫০ কেজি যা বিশ্ববাজারে উপলব্ধ একটি প্রিমিয়াম গাড়ির ইলেকট্রিক ব্যাটারি চাইতেও কম। তবে ছোট হলেও গাড়িটি কিন্তু ১৮০ কিলোমিটার রেঞ্জ অফার করতে সক্ষম আর এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিমি।
আপাতত পরিকল্পনা অনুযায়ী কোম্পানি ২০১৪ থেকে তাদের এই গাড়িটির কোন উৎপাদন শুরুর কথা ভেবেছে। পশ্চিম ইউরোপে গড়ে উঠতে চলা কারখানাতেই তৈরি হবে গাড়িটি আর সর্বপ্রথম একে ইউরোপের বাজারেই হাজির করা হবে। তবে যদি ভারতে হাজির হয় তাহলে এর দাম পড়বে প্রায় ১৩ লক্ষ টাকা।