মাহিন্দ্রা থারের জায়গা দখল করতে আসছে মারুতি সুজুকির নতুন Jimny, জেনে নিন দাম ও ফিচারস সম্পর্কে

Advertisement

মাহিন্দ্রার থারের জায়গা দখল করতে আসছে মারুতি সুজুকির নতুন SUV, জানুন ফিচার্স সহ ইঞ্জিন সম্পর্কে। বর্তমান সময়ে গাড়ির বাজারে বিভিন্ন সংস্থাগুলির সাথে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নতুন নতুন ফিচার্স, স্পেসিফিকেশন যুক্ত SUV গাড়ি লঞ্চ করছে বিভিন্ন কোম্পানি। তবে এক্ষেত্রে বেশ জায়গা দখল করে আছে মাহিন্দ্রার থার। মাহিন্দ্রা থারকে এবার টেক্কা দিতে বাজারে আসতে চলেছে মারুতি সুজুকি SUV গাড়ি।

Advertisements

ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব। Maruti Suzuki-র এই গাড়িটির নাম Maruti Suzuki Jimny। মাহিন্দ্রা থারের সাথে প্রতিযোগিতায় নামতে চলেছে এই গাড়ি। চলুন এই গাড়ির ফিচার্স লুক সহ স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। মারুতি সুজুকি জিমনির ইঞ্জিন সম্পর্কে জানা গিয়েছে এই SUV গাড়িতে দেওয়া হয়েছে একটি ১.৫-লিটার ৪-সিলিন্ডার অ্যাসপিরেটেড K15C ডুয়ালজেট ইঞ্জিন। যা ১০৪.৮ PS এবং ১৩৪.২ NM টর্ক জেনারেট করতে সক্ষম।

Advertisements

আপডেট করা Ertiga এবং XL6 এবং নতুন Brezza-তেও একই ইঞ্জিন পাওয়া যায়। এর পাশাপাশি দেওয়া হবে স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের বিকল্প হিসাবে একটি ৪-স্পীড টর্ক কনভার্টার, যা স্ট্যান্ডার্ড হিসেবে উপলব্ধ হবে। Maruti Suzuki Company এই গাড়ির ইঞ্জিন টুইক করায় এই ইঞ্জিনটি বেশ শক্তিশালী। ২১০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে এই SUV গাড়ির। এছাড়াও এই জিমনি গাড়ির যে ফিচার্সগুলি রয়েছে তা হল স্মার্টপ্লেস সিস্টেম, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো।

এর পাশাপাশি নিরাপত্তা হিসেবে দেওয়া হবে ৬টি এয়ারব্যাগ, একটি ব্রেক লিমিটেড স্লিপ ডিফারেনশিয়াল সিস্টেম, হিল হোল্ড অ্যাসিস্ট্যান্ট সহ ইএসপি, হিল ডিসেন্ট কন্ট্রোল, একটি রিয়ারভিউ ক্যামেরা এবং EBD সহ ABS। তবে দীর্ঘ প্রতীক্ষার পর মারুতি সুজুকি তার অফ-রোডার মারুতি জিমনি-৫ ডোর চালু করেছে। ফলস্বরূপ, বৈশিষ্ট্য দেখে বলা যায় এই গাড়িটি ড্রাইভারদের বেশ স্বস্তি দেবে।

Related Articles