এক চার্জেই ছুটবে কলকাতা থেকে শিলিগুড়ি! টাটাদের পরাস্ত করতে ইলেকট্রিক গাড়ি আনল Maruti

Advertisement

ভারতীয় বাজারে ইলেকট্রিক যানবাহন আনার প্রতিদ্বন্দ্বিতায় একপ্রকার এগিয়েছিল ‘টাটা’। একের পর এক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে তারা। তবে সম্প্রতি এবার এই সংস্থার সামনে কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে ‘মারুতি সুজুকি’। কারণ, সম্প্রতি তারা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইনে ‘Maruti Suzuki eVX Electric SUV’এর ঝলক সামনে এসেছে।

Advertisements

আসুন তাহলে জেনে নেওয়া যাক এই গাড়ির ফিচার সম্পর্কে-

Advertisements

1. নতুন ইলেকট্রিক SUV-র দৈর্ঘ্য 4,300 mm। এছাড়াও এই গাড়িটি 1,800 mm চওড়া, উচ্চতায় 1,600 mm।

2. এই গাড়ির সামনে কোনো গ্রিল থাকছে না। গ্রিলের জায়গায় রয়েছে একটি কালো স্ট্রিপ। যা LED-তে গিয়ে মিশে যাচ্ছে। সামনের বাম্পারে রয়েছে LED DRL। বাম্পারের নীচে দুটি পৃথক LED DRL দেখা যাবে।

3. পিছনে কুপের মতো ডিজাইন দিয়েছে মারুতি। LED টেলল্যাম্পেও দেখা যাবে আধুনিক ডিজাইন। 2টি স্ট্রিপের মাধ্যমে এই টেলল্যাম্পগুলি যুক্ত থাকবে।

4. এতে রয়েছে 60 kWh ব্যাটারী। কোম্পানির তরফে জানানো হয়েছে এক চার্জে সেটি 550 km চলবে।

5. ভালো রেঞ্জের জন্য ব্যবহার হয়েছে অ্যারোডাইনামিক ডিজাইন। এছাড়াও এই প্রথম কনসেপ্ট ইলেকট্রিক SUV-তে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

উল্লেখযোগ্য, ​বর্তমানে সংস্থার তরফ থেকে কনসেপ্ট মডেল লঞ্চ করা হয়েছে। তবে জানা গিয়েছে 2025 সালে এই গাড়ির বাণিজ্যিক লঞ্চ হতে পারে। শুধু তাই নয় ভারত-সহ অন্যান্য দেশেও এই মডেল লঞ্চ করা হবে।

Related Articles