টেক নিউজনিউজ

বিশ্বের প্রথম ‘দোতলা’ ল্যাপটপ, আকর্ষণীয় ফিচারসে সকলকে তাক লাগাবে এই ডিভাইস

প্রতিনিয়ত উন্নত হচ্ছে প্রযুক্তি। যার ঝলক মিলছে বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদিতে। যদিও বেশ কয়েক দশকে ল্যাপটপে খুব বেশি পরিবর্তন আনা হয়নিম তবে এবার লেনোভোর তরফ থেকে এমন একটি ল্যাপটপ আনা হয়েছে যা যুগান্তকারী হতে চলেছে। কারণ, সেটি শুধুমাত্র ল্যাপটপ হিসেবে নয় বরং একাধিক উপায়ে ব্যবহার করা যাবে।

আসুন তাহলে জেনে নেওয়া যাক Lenovo Yoga Book 9i নামক এই ল্যাপটপ সম্পর্কে-

এতে ডুয়াল মনিটরের পাশাপাশি রয়েছে রিমুভেল কিবোর্ড। যেটি যেমন ডুয়েল মনিটর সেটআপ হিসেবে ব্যবহার করা যাবে আবার তা কয়েক সেকেন্ডের মধ্যেই ভাঁজ করে ট্যাব হিসেবে ব্যবহার করা যাবে। এটির বেস মডেলে রয়েছে 13th Gen Intel Core i7-U15 প্রসেসর, Inter Iris Xe গ্রাফিক্স, 16 GB RAM ও 512 GB SSD। আরো বেশ কিছু ফিচার রয়েছে এই ল্যাপটপে।

যেমন রয়েছে 2টি OLED ডিসপ্লে। 13.3 ইঞ্চির এই ডিসপ্লেগুলিতে থাকছে 2.8K রেজোলিউশন, HDR সাপোর্ট, মাল্টিটাচ জেসচার। 2টি ডিসপ্লেতেই রয়েছে 16:10 অ্যাসপেক্ট রেশিও। আর ডিসপ্লে দুটির মাঝের ভাঁজে রয়েছে Wilkins ব্র্যান্ডের স্পিকার। সেখানে থাকা দুটি টুইটারে পাবেন Dolby Atmos সাপোর্ট। থাকছে 13th-generation Intel i7-1355U অথবা i5-1335U প্রসেসর।

অন্যদিকে রয়েছে 16 GB LPDDR5x RAM ও 512 GB / 1 TB PCIe 4.0 NVMe SSD স্টোরেজ। জানা গিয়েছে, এই ল্যাপটপে রয়েছে 80Wh ব্যাটারি। ডুয়াল ডিসপ্লে মোডে 10 ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে তবে সিঙ্গেল স্ক্রিন মোডে এটি চলবে 14 ঘন্টা। এখানেই শেষ নয় কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi 6E, Bluetooth 5.2 ও 3টি Thunderbolt 4 পোর্ট। এই ল্যাপটপের ওজন মাত্র 1.38 kg। জানা গিয়েছে 2023 সালের জুন মাসে এই ল্যাপটপ বিক্রি শুরু হবে। দামের দিক দিয়ে এটি শুরু হচ্ছে 2,099.99 মার্কিন ডলার অর্থাৎ 1,73,000 টাকা থেকে।