এক চার্জেই ছুটবে ২৫০ কিমি, বাজার কাঁপাতে লঞ্চ হতে চলেছে নতুন Komaki Ranger ক্রুজার বাইক

Advertisement

বাজারে এলো Komaki Ranger-এর নতুন ভার্সন, একবার চার্জে ২৫০ কিলোমিটার মাইলেজ সহ দুর্দান্ত ফিচার। বর্তমানে পেট্রোল-ডিজেলের যে হারে দাম বাড়ছে তাতে করে বেশিরভাগ মানুষই বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে স্টার্টআপ সংস্থাগুলিও নানা রকমের ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে। তবে শুধু স্কুটার নয়, স্কুটারের পাশাপাশি মোটরবাইকের বৈদ্যুতিক মডেলও আনছে বিভিন্ন গাড়ি সংস্থা। সেরকমই একটি বৈদ্যুতিক মোটরবাইক হল কোমাকি রেঞ্জার। যার নতুন ভার্সনে একাধিক আপগ্রেড হয়েছে। চলুন এই ইলেকট্রিক ক্রুজারের ফিচার্স সহ অন্যান্য তথ্য সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

কোমাকি রেঞ্জার বাইকটিতে নতুন ভার্সনে নতুনত্ব ফিচার্স রেঞ্জের পাশাপাশি ডিজাইনে দেওয়া হয়েছে নতুনত্বের ছোঁয়া। ২০২৩ সালের এই মডেলে ফিচার্স হিসেবে রয়েছে পার্ক অ্যাসিস্ট, মোবাইল চার্জিং পোর্ট, সাইড স্ট্যান্ড সেন্সর, এগজস্টের মত দেখতে ডুয়েল সাউন্ড পাইপ এবং এগজস্ট টিপের ওপরে ফ্লেম এফেক্ট লাইটিং।এর পাশাপাশি এই মডেলে দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ সাউন্ড সিস্টেম। এছাড়াও এই বাইকটিতে চাকা আরো বড় এবং ক্রোম অ্যাক্সসেন্ট সহ নতুন পেইন্ট স্কিম দেওয়া হয়েছে। অন্যদিকে আপগ্রেড করা হয়েছে অনবোর্ড নেভিগেশন সহ নতুন ৭ ইঞ্চি টিএফটি স্ক্রিন।

Advertisements

Komaki Ranger বাইকটিতে প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন এবং স্মার্ট ব্যাটারি অ্যাপ সহ একটি ৪.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সংস্থা তরফে জানা গিয়েছে, একবার সম্পূর্ণ চার্জে এই ইলেকট্রিক ক্রুজার ২০০ থেকে ২৫০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এছাড়াও ৫০ লিটার পর্যন্ত বাড়ানো হয়েছে অতিরিক্ত ব্যাটারি স্টোরেজ ক্যাপাসিটি। ২০২৩-এর এই মডেলের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার। অন্যদিকে, ০‐৯০ শতাংশ চার্জ হওয়ার ক্যাপাসিটি রয়েছে চার ঘন্টায়।

তবে কোমাকি রেঞ্জের এই নতুন ভার্সন রাইডিং-এর জন্য বেশ আদর্শ। যেসব ব্যক্তিরা মসৃণ এবং প্রিমিয়াম রাইডিং অভিজ্ঞতা পেতে চান তাদের জন্য বেশ উপযুক্ত এই কোমাকি রেঞ্জারের নতুন ভার্সন, যা জানিয়েছে এই ইলেকট্রিক ক্রুজারের ডিরেক্টর গুঞ্জন মালহোত্রা। এক্স শোরুমে এই গাড়ির দাম রয়েছে ১.৮৫ লক্ষ টাকা। তবে ভারতীয় বাজারে এই মোটর বাইক বেশ পাকাপাকি জায়গা করবে বলে দাবি করেছে এই ইলেকট্রিক ক্রুজারের ডিরেক্টর। তবে কতটা জায়গা ধরে রাখতে পারে সেটাই দেখার।

Related Articles