টেক নিউজনিউজ

এই স্কুটি কিনলেই তেল খরচের থেকে আজীবন মুক্তি, পাবেন ১২০ কিমি রেঞ্জ

বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনগুলির জনপ্রিয়তার কথা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। ক্রমবর্ধমান জ্বালানী তেলের মূল্য সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলা পরিবেশ দূষণ, ইত্যাদি বিষয়গুলিকে মাথায় রেখে বর্তমানে ইলেকট্রিক যানবাহনের দিকেই আগ্রহ প্রকাশ করছেন গ্রাহকেরা। এই বিষয়টিকে নজরে রেখে বিভিন্ন অটোমোবাইল সংস্থার তরফ থেকে নানান যানবাহন নিয়ে আসা হয়েছে।

সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে সেরকমই একটি মডেল, যার নাম ‘Kinetic Zing HSS।’ এই স্কুটারটিতে এমন কিছু দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে যা খুব সহজেই আকৃষ্ট করবে গ্রাহকদের। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই ফিচারগুলি সম্পর্কে।

১. একবার চার্জ দিলে এই স্কুটারটি ১২০ কিলোমিটার চলতে সক্ষম। যার সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার। ফলে দূরের রাস্তা পাড়ি দেওয়ার জন্য এই স্কুটারটি আদর্শ।

২. এতে উপস্থিত ‘মাল্টি ফাংশনাল রিমোট কি’ নিয়ন্ত্রণ সহজ করে তোলার পাশাপাশি বিলাসবহুল অভিজ্ঞতা দেবে।

৩. এতে রয়েছে হাইড্রোলিক শক অ্যাবজর্বার। যা খারাপ রাস্তাতেও মসৃণ রাইডিংয়ের অভিজ্ঞতা দেয়।

৪. এতে থাকছে ডিস্ক ব্রেক, ভেহিকেল গাইড ইন্ডিকেটর ব্যাটারী লেভেল, ট্রিপ মিটার, এবং রেডি পার্কিং ইন্ডিকেটর।

৫. উপস্থিত লিথিয়াম আয়ন ব্যাটারীটি ৩-৪ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এছাড়া ডিটাচেবল ব্যাটারী থাকায় বাড়িতে চার্জ করা যায়।

দাম: ৮৮,৮৩৫ টাকা (এক্স-শোরুম)। এছাড়া এতে ৩ বছরের ওয়ারেন্টিও রয়েছে।