খুব শীঘ্রই এবার ‘জিও’ সংস্থা এমন একটি ডিভাইস আনতে চলেছে যার মাধ্যমে বিনামূল্যে টেলিভিশনের বিভিন্ন চ্যানেল দেখতে পাবেন গ্রাহকেরা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এর জন্য কোনো জিও সিমেরও দরকার পড়বে না। এই ডিভাইসটির নাম হলো ‘জিও মিডিয়া কেবল’। আসুন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
‘জিও মিডিয়া কেবল’ আসলে কী?
এটি আসলে একটি সাধারণ স্টিমিং ডিভাইস। যার সাহায্যে টিভিতে মিডিয়া স্ট্রিম করা যাবে। তবে কতগুলি চ্যানেল দেখতে পাবেন তার নির্দিষ্ট সীমা রয়েছে। এই পরিষেবা পাওয়ার জন্য ডিভাইসটিকে টিভির সাথে কানেক্ট করতে হবে। এক কথায় এই ডিভাইসকে সেট টপ বক্সের ‘জিও সংস্করণ’ বলা যেতে পারে।
যদিও অফিসিয়ালি এই ডিভাইসের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পেজে এই বিষয়ে পোস্ট করা হয়েছে। যেখান থেকে জানা গিয়েছে এই ডিভাইস লাল ও নীল রঙের বাক্সের মধ্যে আসবে। লাল মানে HDMI কেবেলের সঙ্গে LCD বা LED টিভির সংযোগ স্থাপন করতে হবে। দ্বিতীয়টি ব্লু ডিভাইস, যা পুরনো স্টাইলের কেবেলে দেখা যায়। এতে মূলত তিনটি পিন থাকে।
তবে টেলিভিশন ছাড়াও আপনার কাছে যদি জিওফোন বা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তার সাথেও এই ডিভাইস কাজ করবে। তবে এর জন্য জিও সিম ব্যবহার করার প্রয়োজন পড়বে না। যে কোনো সংস্থার সিম ব্যবহার করলেও আপনি এই ডিভাইসের সুবিধা লাভ করতে পারবেন। অন্যদিকে দামের দিক দিয়ে এখনো পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে ২,০০০ টাকারও কমে লঞ্চ হতে চলেছে।