আজ প্রজাতন্ত্র দিবস আর এই বিশেষদিন উপলক্ষে ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে বিভিন্ন অফার। আর এবার এই অফারের ঝুড়ি নিয়ে বসেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। শুধুমাত্র রিচার্জ এর টাকা দিয়েই ফোন পেয়ে যেতে পারেন আপনি হ্যাঁ সম্প্রতি এমন দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে এই সংস্থা।
এই অফারের অধীনে ১৯৯৯ বা ১৪৯৯ টাকার দীর্ঘমেয়াদী প্ল্যান রিচার্জ করলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে একটি জিও ফোন। যারা কম দামে একটি সেকেন্ডারি মোবাইল ফোন কিনতে ইচ্ছুক তাদের জন্য অসাধারণ সুযোগ এটি। সর্বোপরি এই অফারে ফায়দা তুলতে পারলে আগামী ২ বছর পর্যন্ত রিচার্জ করতেই হবে না। চলুন জেনে নিন বিস্তারিত
1999 প্ল্যান- ৭৩০ দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানের অধীনে থাকবে মাসিক দুই জিবি ডেটা। অর্থাৎ বৈধতা সীমা পর্যন্ত পাবেন ৪৮ জিবি ডাটা। এছাড়াও গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কের unlimited free voice calling ও দৈনিক বিনামূল্যে এসএমএস-এর পরিষেবা পাবেন। এছাড়াও সমস্ত জিও অ্যাপের এক্সেস বিনামূল্যে অফার করা হবে।
1499 প্ল্যান- একবছরের বৈধতা যুক্ত এই প্ল্যানের অধীনে থাকবে মাসিক দুই জিবি ডেটা। অর্থাৎ বৈধতা সীমা পর্যন্ত পাবেন 24 জিবি ডাটা। এছাড়াও গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কের unlimited free voice calling ও দৈনিক বিনামূল্যে এসএমএস-এর পরিষেবা পাবেন। এছাড়াও একবছরের জন্য সমস্ত জিও অ্যাপের এক্সেস বিনামূল্যে অফার করা হবে। তবে সব থেকে আকর্ষণীয় বিষয় এই দুটি প্ল্যান এর ক্ষেত্রেই বিনামূল্যে ফোন পাবেন। হ্যা যেকোনো একটি রিচার্জ প্ল্যান করালে নতুন জিও ফোন পেয়ে যাবেন।
তবে সস্তা হলেও স্পেসিফিকেশনের দিক থেকে বেশ ভালোই ফোনটি। SC 9820 প্রফেসর যুক্ত এই ফোনে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেল ক্যামেরা, 0.3 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে ৫১২ এমবি র্যাম 4 GB স্টোরেজ। পাওয়ার ব্যাকআপ এর জন্য এই কম্প্যাক্ট ডিজাইনের হ্যান্ডসেটে 2000 এমএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। সর্বোপরি এই ফোনটিতে বিভিন্ন অ্যাপ এক্সেস করতে পারবেন গ্রাহকরা।