দেশের জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ‘Hyundai Motor’। ‘মারুতি’র পরে দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা তারা। সম্প্রতি তারা ‘Grand i10’-এর একটি আপডেট সংস্করণ লঞ্চ করেছে। এই গাড়ির ফিচার এবং ডিজাইনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এছাড়া দামের দিক দিয়ে দেখতে গেলেও এটি পকেটসুলভ মূল্যে পাওয়া যাবে।
Hyundai Grand i10 Nios-এর স্পেসিফিকেশন:
গাড়িটি মূলত 4টি মডেলে কেনা যাবে। যেমন ইরা, ম্যাগনা, স্পোর্টজ এবং আস্তা। ম্যাগনা এবং স্পোর্টজেও একটি সিএনজি অপশন রয়েছে। কালার অপশন বলতে গেলে, এতে পোলার হোয়াইট, টাইটান গ্রে, টাইফুন সিলভার, স্পার্ক গ্রিন, টিল ব্লু এবং ফেয়ারি রেড রয়েছে।
ফিচার-
1. 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা 83PS শক্তি এবং 114 Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটিতে একটি 5 স্পিড ম্যানুয়াল বা 5 স্পিড AMT রয়েছে।
2. অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে-সহ একটি 8-ইঞ্চি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে রয়েছে।
3. এটিতে একটি ওয়্যারলেস ফোন চার্জার, পিছনের ভেন্ট-সহ অটো এসি, ক্রুজ কন্ট্রোল, অটো হেডলাইট এবং পুশ-স্টার্ট বাটন থাকবে।
4. নিরাপত্তার জন্য গাড়িটিতে EBD, ABS, হিল অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং ISOFIX অ্যাঙ্কর-সহ 4 বা 6টি এয়ারব্যাগ থাকছে
দাম: এক্স-শোরুমে 5.68 লক্ষ টাকা থেকে 8.55 লক্ষ টাকা পড়বে এই গাড়ির দাম।