টেক নিউজনিউজ

4G রিচার্জ করেও স্লো ইন্টারনেট? এই ছোট্ট ট্রিকসে নেট ছুটবে ঝড়ের গতিতে

আজকাল মোবাইল তো সবার পকেটে আছে। তার সাথেই যেটা আছে মোবাইলে ইন্টারনেট সংযোগ কারণ বর্তমানে ইন্টারনেট ছাড়া স্মার্টফোন যেন একদম আনস্মার্ট। প্রতিটি অ্যাপ ব্যবহারের জন্য হোক বা বিভিন্ন ট্রানজকশন সবের জন্য প্রয়োজন ভালো ইন্টারনেট কানেকশন। এরজন‍্য প্রতিমাসে একটা মোটা অ্যামাউন্টের রিচার্জও করতে হয়।

কিন্তু তারপরেও যখন স্লো ইন্টারনেট স্পিড থাকে তখন কেমন লাগে! অবশ্যই রাগ তো লাগে। কিন্তু উপায়! ফোনের ইন্টারনেট স্পিড কম এই নিয়ে কমবেশি অনেকেই অভিযোগ করেন। কিন্তু প্রয়োজনের সময় ইন্টারনেট স্পিড কমে গেলে কি করবেন! চলুন জেনে নিন। এই ট্রিকস গুলি জেনে নিলেই ফোনে ইন্টারনেট ছুটবে রকেট গতিতে।

এয়ারপ্লেন মোড- ইন্টারনেট স্পিড এর সমস্যা হলে প্রথমেই এয়ারপ্লেন মোড অন করুন। এতে নেটওয়ার্ক চলে যাবে। তারপর কিছু সেকেন্ড অপেক্ষা করার পর ফের অফ করুন এয়ারপ্লেন মোড। এভাবে নেটওয়ার্ক কানেক্টিভিটি রিসেট করলে ইন্টারনেট স্পিডের সমস্যার সমাধান হয় অনেক সময়।

নেটওয়ার্ক মোড- অনেক সময় নেটওয়ার্ক মোডে 2G 3G সিলেক্ট হয়ে যায় তাই নেটওয়ার্ক মোড 4G 5G করা আছে কিনা দেখে নিন। সেটিংস থেকেই এর বদল করা যায়।

ফোন রিস্টার্ট- উপরোক্ত দুটি টেকনিক কাজে না লাগলে ফোন রিস্টার্ট করুন। অনেক সময় ফোনের অপারেটিং সিস্টেমে সমস্যার কারণে ইন্টারনেট ডাউন হয়ে যায় সেক্ষেত্রে ফোন রিস্টার্ট করলে সমস্যার সমাধান হতে পারে।

সিম কার্ড পরিষ্কার রাখা- এই বিষয়ে অনেকেই নজর দেন না। কিন্তু অনেকেই জানেন না সিম কার্ডে ধুলো জমলে ইন্টারনেট স্পিডে প্রভাব পড়তে পারে। তাই ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য অবশ্যই নিয়ম করে সিম কার্ড পরিষ্কার রাখা উচিত।

APN রিসেট- ফোনে সেটিংস ওপেন করে নেটওয়ার্ক সেটিং এ যান। এরপর সেখানে Access point name select করুন‌। সেখানে রিসেটAccess point অপশন দেখতে পাবেন এই অপশন সিলেক্ট করে ফোন রিস্টার্ট করুন

নেটওয়ার্ক সেটিংস রিসেট- অনেক ডিভাইসে নেটওয়ার্ক সেটিংস রিসেট করার অপশন থাকে। তাই সেটিও এপ্লাই করতে পারেন

অন্য ফোনের সিম- অনেক সময় ফোনের কারণেও ইন্টারনেট স্লো চলতে পারে। তাই অন্য ফোনে সিম ঢুকিয়ে চেক করে নিন। যদি অন্য ফোনে এই সমস্যা হয় তাহলে বুঝবেন সমস্যা নেটওয়ার্কের।

তবে হ্যাঁ এটাও জেনে রাখা প্রয়োজন সব মোবাইল নেটওয়ার্ক নির্দিষ্ট ব্যান্ডে চলে। সেই ক্ষেত্রে আপনার ফোনে নির্দিষ্ট ব্যান্ড সাপোর্ট না থাকলে ফোন স্লো চলতে পারে। তাই নিজের মোবাইলের ব্যান্ড সাপোর্ট দেখে নেওয়া জরুরী।