যেমন দুর্দান্ত লুকস, তেমন শক্তিশালী পাওয়ার, নতুন 125 সিসির নতুন ম্যাক্সি স্কুটার নিয়ে এলো Honda

Advertisement

সম্প্রতি এবার জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘হোন্ডা’ নিয়ে এসেছে অতিপরিচিত ম্যাক্সি স্কুটার ‘PCX 160’ এর নতুন ভার্সন। যদিও এখনো সেটি ভারতে লঞ্চ হয়নি, আপাতত সেটি ইন্দোনেশিয়াতেই লঞ্চ হয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন মডেলে কী কী পরিবর্তন করা হয়েছে।

Advertisements

স্কুটারটির নতুন আপডেটে বেশ কিছু আকর্ষণীয় পেইন্ট স্কীম যুক্ত করা হয়েছে।

Advertisements

চালকের কথা মাথায় রেখে রাখা হয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এবং এবিএস ভ্যারিয়েন্ট।

PCX 160 সিবিএস মূলত কিনতে পাওয়া যাবে ম্যাগনিফিসেন্ট রেড, ওয়ান্ডারফুল হোয়াইট রয়্যাল ম্যাট ব্লু এবং ব্রিলিয়ান্ট ব্ল্যাক রঙে।

এছাড়া অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমযুক্ত মডেলটিতে রঙর অপশন রয়েছে চারটি। যথা- ইম্পেরিয়াল ম্যাট ব্লু, ওয়ান্ডারফুল হোয়াইট, ম্যাজেস্টিক ম্যাট রেড এবং গ্লোরিয়াস ম্যাট ব্ল্যাক।

এই পরিবর্তনগুলো ছাড়া আগের ফিচারে কোনরকম পরিবর্তন করা হয়নি। রয়েছে আগের মতোই ১৫৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৬ বিএইচপি এবং ১৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। অন্যদিকে ভারতে এই স্কুটার লঞ্চ হওয়ার বিষয়ে বলতে গেলে, কয়েকবছর আগেও এরকমই একটি সংস্করণ ভারতে প্রদর্শন করেছিল ‘হোন্ডা’।

যদিও অনুষ্ঠানিকভাবে সেটি লঞ্চ করা হয়নি। তবে বর্তমান সময়ে ৩০০ সিসি বা তার চেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনযুক্ত মোটরবাইক ভারতে আনার জন্য বিগউইং শো-রুম চালু করেছে তারা। মনে করা হচ্ছে এই শো-রুমের মাধ্যমেই ভারতে প্রবেশ করবে ‘PCX 160।’

Related Articles