টেক নিউজনিউজ

সদ্য লঞ্চ হওয়া Hero Xoom কিনুন মাত্র ৮ হাজার টাকায়, পাবেন অত্যাধুনিক ফিচারস

দেশের বাজারে চাহিদা বেড়েছে দু চাকার বাইক স্কুটারের। ক্রমবর্ধমান এই চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে একের পর এক নতুন বাইক লঞ্চ করে চলেছে প্রায় সবাই প্রস্তুতকারী সংস্থাগুলি। প্রত্যেক সংস্থার মধ্যেই চলছে ঠান্ডা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাঝেও নিজেদের স্থান একই জায়গায় বজায় রেখেছে Hero. বরাবর মধ্যবিত্তদের কথা মাথায় রেখে সাধ্যের মধ্যে দুর্দান্ত ফিচারসযুক্ত বাইক লঞ্চ করে জনপ্রিয়তা ধরে রেখেছে।

আর সম্প্রতি এই কোম্পানির ভারতে তাদের সবথেকে স্টাইলিশ ও ফিচার সমৃদ্ধ স্কুটার Xoom110 লঞ্চ করেছে। যা আ আপনি বর্তমানে আনতে পারেন মাত্র ৮০০০ টাকা ডাউন পেমেন্টে। গাড়িতে এসেছে তিনটি ভেরিয়ান্ট সহ- LX, VX,ZX. যাদের অন রোড প্রাইস যথাক্রমে ৮০,০৯১টাকা, ৮৩,৬১৫ টাকা, ৮৫০১৯ টাকা।

তবে অনেকেরই একেবারে এই দাম দিয়ে কিনতে সমস‍্যা হয়। তাই তাদের কথা ভেবে আনা হয়েছে ইএমআইয়ের বিকল্প। জেনে নিন ইএমআই কিনলে কত খরচ পড়বে আপনার-যদি সুদের হার ১০% ধরা হয় আর লোন পরিশোধের সময় ৩ বছর ধরে নেয়া হয় সেক্ষেত্রে Hero Xoom ক্রয় করলে LX ভেরিয়‍্যান্টের জন্য ৮০০০ টাকার ডাউনপেমেন্ট করতে হবে সাথে মাসে মাসে গুনতে হবে ২৮২৬ টাকা।

একইভাবে VX মডেলটির ক্ষেত্রেও ডাউনপেমেন্ট করতে হবে আট হাজার টাকা আর প্রতি মাসে দিতে হবে ২৪৪০ টাকা। আর সব থেকে দামি ZX মডেলটি কিনতে চাইলে ডাউনপেমেন্ট পরবে নয় হাজার টাকা তবে মাসে মাসে দিতে হবে ২৪৫৩ টাকা।