সময়ের সাথে সাথে বিভিন্ন বাইক নির্মাণকারী সংস্থার তরফ থেকে নানান ফিচারের বাইক নিয়ে আসা হয়। তবে প্রত্যেক বাইকের ক্ষেত্রে মাথায় রাখা হয় সেগুলি যেন মাইলেজের দিক দিয়ে অনেক উন্নত হয় এবং দামের দিক দিয়েই হয় পকেটসুলভ। সেরকমই একটি সংস্থা হলো ‘হিরো’।
বহু বছর ধরে ভারতীয় বাজারে একাধিক বাইক এনেছে এই সংস্থা। আর এই সংস্থার সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকের মডেল হলো ‘স্প্লেন্ডার’। কারণ, দামের দিক দিয়ে এই বাইক যেমন কম, তবে মাইলেজের দিক দিয়ে তা হার মানায় অন্যান্য বাইকগুলিকে। তাইতো গত বছর এই মডেল বিক্রি হয়েছে ২,১২,৩৪১ ইউনিট। এই মডেলটি লঞ্চ হয়েছিল ১৯৯৪ সালে। গত তিন দশক ধরে সেটি রাজত্ব করছে বাইকের জগতে।
তবে একই রকম ফিচারে থেমে থাকেনি বাইকটি। বিগত ২৮ বছর একাধিকবার আপগ্রেড করে এই মডেল লঞ্চ করা হয়েছে। এই বাইকে প্রধানত ১০০ সিসি সিঙ্গল সিলিন্ডার OHC ইঞ্জিন থাকে। এতে রয়েছে ইলেকট্রিক এবং কিক স্টার্ট সিস্টেম। একইসাথে প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন ফুয়েল সিস্টেম থাকে।
‘Hero Splendor+’ মূলত তিনটি বিকল্পে পাওয়া যায়। ব্যবহারকারীদের দাবী তারা এতে সর্বোচ্চ মাইলেজ পেয়েছেন ৭০ কিলোমিটার। দামের দিক দিয়ে দেখতে গেলে এর দাম ৭১,৭৬০ টাকা।