এক চার্জেই ছুটবে ১৪০ কিমি, মাত্র ১৫ হাজার টাকায় কিনুন Hero-র এই দুর্দান্ত স্কুটার

মাত্র ১৫০০০ টাকায় হাতের মুঠোয় পেয়ে যাবেন Hero স্কুটির চাবি। আজকাল কাজের সূত্রেই হোক বা শখের ভিত্তিতে বাইক বা স্কুটি কেনার ঝোঁক দিন দিন বাড়ছে। কিন্তু বর্তমান যুগের অগ্রগতির সাথে পেট্রোলের দাম হয়েছে আকাশছোঁয়া। আর এই বাড়ন্ত মূল্য মধ্যবিত্ত পরিবারের মানুষজন এর কাছে খুবই সমস্যার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে দূষণের মাত্রা দিন দিন বেড়ে যাওয়াতে ইলেকট্রিক গাড়ি বা ইলেকট্রিক বাইক কেনার প্রবণতা মানুষের মধ্যে বেড়ে উঠেছে।
জ্বালানির মূল্যবৃদ্ধির হওয়ার কারণে সরকারের কাছেও ইলেকট্রিক গাড়ি ব্যবহারটি নিস্তারজনক। ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি এই কাজে বেশ লাভবান হয়েছে। বেশ কিছু মানুষের পছন্দনীয় বাইক প্রস্তুতকারী হিরো (Hero) এবার ইলেকট্রিক গাড়ি তৈরির পথে পা বাড়িয়েই দিল। তারা ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে মানুষের মন কেড়ে নেওয়ার মতো বৈশিষ্ট্য বিশিষ্ট “ইলেকট্রিক স্কুটি” -“OPTIMA CX DUAL “।
এই স্কুটি ১৪০ কিমি পর্যন্ত যেতে পারবে মাত্র একবার চার্জেই। এতে আপনি ১২০০ ওয়াট ইলেকট্রিক মোটরের সাথে পেয়ে যাবেন ৫১.৫ V এর ব্যাটারি প্যাক। এই স্কুটির সর্বোচ্চ গতিবেগ ৪৫ কিমি/ঘণ্টা। ইহার একটি বিশেষ এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো – ‘ইহার ফাস্টিং মোড’, যা ৪ ঘণ্টার বদলে মাত্র ২ ঘণ্টায় চার্জ করা সম্ভব। এসব ছাড়াও এই স্কুটির আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য যা আপনার মন জয় করে নেবে।
আপনি যদি পকেট বান্ধব এই স্কুটি নিতে চান তাহলে Optima CX Dual সম্পর্কে একটু হলেও ভেবে দেখতে পারেন। বর্তমানে ইহার শোরুম মূল্য ৮৫,৪৪৩। কিন্তু আপনি মাত্র ১৫০০০ টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে নিতে পারবেন এই বিশেষ স্কুটিটি। আর দেরি কেনো, গাড়ি কেনার কথা ভাবলে এখনই নিয়ে নিন এই পকেট বান্ধব বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন স্কুটিটি।