টেক নিউজনিউজ

বাজার কাঁপাতে গুগলের নতুন চমক, এবার হাতে থাকা স্মার্টফোনই হবে আপনার গাড়ির চাবি

গুগলের তরফ থেকে এবার নতুন চমক। কারণ, গাড়ির চাবিকেও তারা ডিজিটাল করতে চলেছে এর আগে আমরা একাধিক পরিষেবা পেয়েছি গুগলের কাছ থেকে। যে তালিকায় রয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ওয়ার ওএস স্মার্টওয়াচ, গুগল টিভি এবং অন্যান্য ডিভাইসের জন্য অনেক নতুন নতুন ফিচার।

এছাড়া তারা গুগল অ্যাপ ও সার্ভিসিং সিস্টেমকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। তারই মাঝে এবার তারা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ডিজিটাল গাড়ির চাবি। যা চাইলেই অন্য কারো সাথে শেয়ার করা যাবে।

গুগল নিজের Google I/O 2021-এর সময় ঘোষণা করেছিল যে তারা এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইস ওয়ালেট সেভ করে রাখা ডিজিটাল গাড়ির চাবির মাধ্যমে গাড়ি আনব্লক করা যাবে। সেই সুবিধা এবার তারা নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য।

যদিও বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা এই ফিচারটির সুবিধা পাবেন। ধীরে ধীরে অন্যান্য দেশেও এই সুবিধা উপলব্ধ হবে বলে জানা গিয়েছে সংস্থার তরফ থেকে। এর ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনেক ভালো হবে বলেই আশা করা যাচ্ছে।