টেক নিউজনিউজ

এক চার্জেই দৌড়াবে ৯০ কিমি, লাইসেন্স ছাড়াই চালানো যাবে এই দুর্দান্ত ই-স্কুটার

পেট্রোলের দাম যতই বাড়ছে ততই মানুষ ঝুঁকছে ইলেকট্রিক গাড়ির দিকে। ফলে ইলেকট্রিক গাড়ির চাহিদাও বেড়ে চলেছে বাজারে একের পর এক আসছে ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক বাইক গাড়ি ইত্যাদি। তবে আজকে এমন একটি স্কুটারের সম্পর্কে জানাবো যা চালানোর জন্য লাইসেন্স রেজিস্ট্রেশন কোনোটারই প্রয়োজন হবে না‌।

বর্তমানে সামনে এসেছে একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার Gemopai Astrid Lite যার দাম শুরু হচ্ছে ৯২ হাজার ৩২২ টাকা থেকে। ব্যাটারি আকারের ওপর নির্ভর করে এটি তিনটি সংস্করণ রয়েছে আর টপ ভেরিয়েন্ট এর দাম ১,১১,১৯৫ টাকা। কোম্পানির করা দাবি অনুযায়ী এটি একবার চার্জ দিলে অনায়াসে ৯০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হবে।

গাড়িতে দেওয়া হয়েছে তিনটি ড্রাইভ মোড-স্পোর্টস, শহর, ও অর্থনীতি। জানা যাচ্ছে স্পোর্টস মোডে ৭৫ জিবি/ ঘন্টা সর্বোচ্চ গতিতে চালানো যাবে। চাইলেই অনলাইন বা কোনো ডিলারের কাছ থেকে কিনে নিতে পারবেন এই ই-স্কুটার। তবে এর বিশেষ ও আকর্ষণীয় ফিচারসটি হল এটাই প্রথম ইলেকট্রিক টু হুইলার যেটির স্পিড বেশি হলেও রেজিস্ট্রেশন এর কোন প্রয়োজন পড়ছে না।

এছাড়াও অন্যান্য ফিচারস বলতে এতে দেয়া হয়েছে ব্লুটুথ, ইউএসবি, মোবাইল চার্জিং পোর্ট, অ্যান্টি থেফ্ট এলার্ম, চাবিহীন এন্ট্রি সেন্ট্রাল লক এছাড়াও আরো অনেক স্মার্ট ফিচার। আর 5 কালার অপশনের সাথে এসেছে এই গাড়ি।