জিও থেকে ভোডাফোন বা এয়ারটেল সব টেলিকম সংস্থাগুলির মধ্যেই বেশ প্রতিযোগিতার লক্ষ্য করা যাচ্ছে। প্রতিমুহূর্তে তারা নিয়ে আসছে একের পর এক নতুন প্ল্যান। আর এই প্রতিযোগিতা থেকে বাদ যাচ্ছে না BSNL. সম্প্রতি ডাটা প্ল্যান বা ভ্যালিডিটি নিয়ে সমস্যার সমাধান নিয়ে এসেছে BSNL. এই মুহূর্তে গ্রাহকদের কথা মাথায় রেখে BSNL ১০৭ টাকার একটি ভ্যালিডিটি এক্সটেনশন প্ল্যান নিয়ে এসেছে যা আপনার সমস্যা সমাধান করবে।
এই প্ল্যানটি ৫০ দিন ভ্যালিডিটিসহ তিন জিবি ডাটাপ্যাক অফার করছে। এই প্ল্যানে সুবিধার মধ্যে রয়েছে তিন জিবি ডেটা এবং পঞ্চাশ দিনের BSNl টিউনস অ্যাক্সেস। অর্থাৎ এই এক্সটেনশন প্ল্যানটি BSNL নম্বরটিকে আরো ৫০ দিনের জন্য বৈধ লাগবে। তবে কেবল এটি নয় একাধিক ভ্যালিডিটি এক্সটেনশন প্ল্যান রয়েছে BSNL এর।
এতে বিনামূল্যে কলিং এর সুবিধা দিনে ২০০ মিনিটের জন্য উপলব্ধ। এখানে ১০৭ টাকার ভ্যালিডিটি এক্সটেনশন প্ল্যান থেকে ২৯৯৯ টাকার প্ল্যানও রয়েছে। তবে ১০৭ টাকার প্ল্যানটি কম অর্থ প্রদানের মাধ্যমে তাদের বর্তমান প্রিপেড প্ল্যান এর মেয়াদ বাড়ায়। নম্বরের ভ্যালিডিটি বাড়ানোর পাশাপাশি প্ল্যানগুলি বিনামূল্যে ভয়েস কল এসএমএস এবং ডেটার মতো সুবিধা অফার করছে।
যেমন ১০৬ টাকা প্ল্যানে 3gb ফ্রি ডাটা ব্যবহার করা যাবে, মুম্বাই এবং দিল্লি সহ জাতীয় রোমিংয়ে যেকোনো নেটওয়ার্কের ১০০ মিনিটের বিনামূল্যে ভয়েস কলের ১০০ দিনের ভ্যালিডিটি এবং ৬০ দিনের জন্য বিনামূল্যে বিএসএনএল টিউনস এর সুবিধা পাওয়া যাবে।