টেক নিউজনিউজ

BSNL দিচ্ছে মাত্র ১০৭ টাকায় টানা ৬০ দিনের বৈধতা, থাকছে ডেটা-কল সহ আরও আনলিমিটেড পরিষেবা

গ্রাহকদের জন্য আরো একবার দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো বিএসএনএল অর্থাৎ ‘ভারত সঞ্চার নিগম লিমিটেড’। প্রথমদিকে যদিও এই সংস্থা অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে ধীরে ধীরে তারা এমন কিছু অফার নিয়ে এসেছে যা তাদের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছে। বিশেষ করে এই সংস্থার মূল আকর্ষণ হল বেশিদিনের বৈধতা।

বর্তমান সময়ে মানুষেরা এমন রিচার্জ প্ল্যানগুলি চাইছেন যেগুলোতে অনেক দিনের বৈধতা থাকে। কারণ, রিচার্জ না করলে ফোনে ইনকামিং পরিষেবা বন্ধ হয়ে যায়। সে কারণে এমন রিচার্জ প্ল্যান সকলে চাইছেন যাতে তাদের ফোনে পরিষেবা চালু থাকে।

সেরকমই এবার একটি কম দামে রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা। যেখানে একবার রিচার্জ করলেই মিলবে ৬০ দিনের বৈধতা। এই রিচার্জ প্ল্যানের দাম মাত্র ১০৭ টাকা। যদিও আগে এটিতে ৪০ দিনের বৈধতা পাওয়া যেতো।

তবে বর্তমানে সেখানে রয়েছে ৬০ দিনের বৈধতা। এই প্ল্যানের সুবিধা হিসেবে রয়েছে ১০০ মিনিট ভয়েস কলিং, মোট ৩ জিবি ডেটা। যদিও এখানে প্রতিদিনের কোনো ডেটার লিমিট নেই। ৬০ দিন ধরে এই ডেটা আপনি ব্যবহার করতে পারবেন।