একবার রিচার্জ করলেই মিলবে ৬ মাসের পরিষেবা! এমনই দুর্দান্ত অফার নিয়ে এসেছে বিএসএনএল। যার অর্থ জিওকেও হার মানাতে চলেছে এই সংস্থা। আমরা সকলেই জানি যে টেলিকম ইন্ডাস্ট্রিতে জিও আমূল পরিবর্তন এনেছিল।
তারা এতো কম দামে পরিষেবা দিয়েছিল যে বাকি কোম্পানিগুলোকেও সেই পথেই আসতে হয়েছিল। তবে তার সংস্থাকেও টেক্কা দিতে চলে এসেছে বিএসএনএল। ইতিমধ্যেই গ্রাহকদের কম টাকায় অনেক বেশি সুবিধা দিয়েছে তারা।
আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্ল্যানগুলোর মেয়াদ জিওর থেকে অনেকটাই বেশি। আজ আমরা সেরকমই একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানতে চলেছি যে। খানে একবার রিচার্জ করলেই ৬ মাস পর্যন্ত আর রিচার্জ করতে হবে না। আপনি হয়তো এবার ভাবতে পারেন এই প্ল্যানের দাম নিশ্চয়ই ১,০০০ টাকা বা তার বেশি হবে।
তবে শুনলে অবাক হবেন এই প্ল্যানের দাম মাত্র ৩৯৭ টাকা। ৬ মাসের এই প্ল্যানে মিলবে দৈনিক ২ জিবি করে ডেটা, সাথে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। যদিও এর সাথে কোন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে না। এছাড়া দৈনিক ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেটের গতি কমে হবে ৪০ কেবিপিএস।