টেক নিউজনিউজ

এক রিচার্জেই বাজিমাত! সস্তায় নেট-কলিং সহ একাধিক সুবিধা নিয়ে এল BSNL

গ্রাহকদের জন্য এবার দারুণ একটি পোস্টপেইড প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল সংস্থা। একসময় টেলিকম দুনিয়ায় পিছিয়ে পড়লেও বর্তমানে তারা এমন কিছু প্ল্যান নিয়ে এসেছে যেগুলি নজর কেড়েছে গ্রাহকদের।

তাইতো অন্যান্য সংস্থা থেকে এখন বিএসএনএল বেছে নিচ্ছেন অনেকে। আর তাদের জন্য নিত্যদিন নানান ধরনের প্ল্যান নিয়ে আসে বিএসএনএল। সম্প্রতি একটি ২০০ টাকার কমদামী পোস্টপেইড প্ল্যান নিয়ে এসেছে তারা। যেখানে রয়েছে একাধিক সুবিধা। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই সুবিধাগুলি সম্পর্কে।

১৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে রয়েছে একগুচ্ছ পরিষেবা। গ্রাহকেরা এমটিএনএল নেটওয়ার্কে মুম্বাই, দিল্লী-সহ হোম ও জাতীয় রোমিংয়ে যে কোনো নেটওয়ার্কের আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। একইসাথে সেখানে প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং ২৫ জিবি ইন্টারনেট ডেটার সুবিধা রয়েছে।

এই সুবিধাটি সক্রিয় করার জন্য ব্যবহারকারীদের স্থানীয় এবং এসটিডি পরিষেবার জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে ১০০ টাকা ৫০০ টাকা এবং স্থানীয়, এসটিডি ও আইএসডি পরিষেবার জন্য ২০০০ টাকা দিতে হবে। গ্রাহকদের জন্য এই প্ল্যানটি বেশ সুবিধাজনক বলেই মনে করা হচ্ছে।