মোবাইল কেনার সময় অনেকে ক্যামেরা, স্টোরেজ ক্যাপাসিটি এইগুলোই দেখেন। ব্যাটারি পাওয়ারও দেখেন কিন্তু এড়িয়ে যান তার চার্জিং ক্ষমতা যা আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু বেশিরভাগ ফোন এ রয়েছে ফাস্ট চার্জিং এর সুবিধা তাই এই মুহূর্তে এটাও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। নতুন বছর অনেক ফোন লঞ্চ হচ্ছে কিন্তু সেসব এর মধ্যে ফাস্ট চার্জিং এর দিকে কোনটা সেরা মডেল দেখে নিন একনজরে-
IQOO 5G
দুর্দান্ত ফিচারস তো রয়েছে কিন্তু এই মডেলের অন্যতম বিশেষত্ব এর চার্জিং পাওয়ার। 4000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এতে যা 66 ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতাযুক্ত। ফলে মাত্র 18 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ফোনটি।
Xiaomi 11i Hypercharge
এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টের পাওয়া যাবে তার সাথে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক ফিচারস। মিডিয়াটেক ডাইমনসিটি 920 ফাইভ জি প্রসেসর যুক্ত এই ফোনটিতে মিলবে Dual cell 4500 mAh ব্যাটারি, যা হাইপার চার্জিংয়ের ক্ষমতাসম্পূর্ণ। সংস্থার দাবি এটি ফুল চার্জ হতে সময় নেবে কুড়ি মিনিট। মোবাইলের সাথেই মিলবে ১২০ ওয়াটের হাইপার চার্জিং এর ক্ষমতাসম্পন্ন ওয়্যারড চার্জার ও অ্যাডাপটার
Xiaomi Redmi Note12 pro plus 5G
200mp সহ দুর্ধর্ষ ট্রিপল ক্যামেরা, ভালো প্রসেসর সবকিছুই রয়েছে এই ফোনে তবে মডেলটির USP এর অল ডে ব্যাটারি লাইফ। 4980 এমএএইচ ব্যাটারী যুক্ত এই ফোনে পাবেন ১২০ ওয়াটের ওয়ারট সুপার VOOC চার্জার। যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।
Oppo Reno6 pro 5G
4500 এমএএইচ ব্যাটারী যুক্ত এই ফোনে পাবেন 65 ওয়াটের ওয়ারট সুপার VOOC চার্জার। যার মাধ্যমে মাত্র ৩৫ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।
Realme X 50 pro 5G
এই ফোনটির বিশেষত্ব হলো মোবাইল অতিরিক্ত তেতে যাওয়া থেকে বাঁচাতে এই সংস্থা মোবাইলে এনেছে Vapor Cooling System. আবার চার্জার এর ক্ষেত্রেও বিশেষত্ব এনেছে। ৪২০০ এমএএইচ দেওয়া হয়েছে ৬৫ ওয়াট সুপার Dart charge এর সুবিধা যা মাত্র 35 মিনিটে ফুল চার্জ করে দেবে ফোনকে।।