১০ হাজারের স্মার্টফোন মাত্র ৬ হাজারে! ধামাকা সেল নিয়ে হাজির Amazon prime Day

দশ হাজারের ফোন ছয় হাজারে, বিভিন্ন ইলেকট্রনিকস কোম্পানিতে ছাড় 55% পর্যন্ত, স্মার্ট টিভিতে মিলে যাবে 60% ডিসকাউন্ট দৈনন্দিন সামগ্রীতেও মিলবে ছাড়, সস্তা হবে হোম অ্যাপলায়েন্স থেকে বিভিন্ন প্রোডাক্ট..Save the date 23rd and 24th July.
কি অবাক হচ্ছেন? কি ভাবছেন এই এমন সেল কোথায় শুরু হলো? কি কি মিলবে কম দামে? তবে আপনার জন্য ধামাকাদার খবর। আসতে চলেছে অফারের বৃষ্টি আমাজনে.. চলতি মাসে শুরু হচ্ছে Amazon prime Day sale. আর তাতেই জলের দরে মিলবে আপনার মনপসন্দ জিনিস।
মার্কিন ই-কমার্স কোম্পানি amazon বুধবার এই সেলের ঘোষণা করেছেন। জানানো হয়েছে Amazon prime Day sale-এ বিভিন্ন প্রোডাক্টে দুর্দান্ত সব ডিসকাউন্ট পাওয়া যাবে। ২৩ জুলাই মধ্যরাত থেকেই শুরু হয়ে যাবে এই সেল যেখানে বিভিন্ন প্রোডাক্ট কম দামে কেনার সুযোগ পাবেন Amazon prime memberরা
কোম্পানি তরফ থেকে দাবি করা হয়েছে এই সেলে প্রায় ৩০ হাজার নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে। এরই মধ্যে ৪০০টি ভারতীয় ও বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে। গ্রাহকদের সবথেকে পছন্দের ব্র্যান্ডগুলি যেমন Samsung, xiaomi Intel এই সেলে তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করবে।
কোন ক্ষেত্রে কত শতাংশ ছাড় মিলতে পারে দেখে নিন এক ঝলকে-
আমাজনের দাবি অনুযায়ী স্মার্ট ফোনে 40% পর্যন্ত ছাড় মিলবে।
ল্যাপটপ ক্যামেরা হেডফোনে মিলবে 75% পর্যন্ত ডিসকাউন্ট।
স্মার্ট টিভিতে মিলবে ৬০% পর্যন্ত ছাড়।
ICICI BANK ও SBI CARD গ্রাহকরা এই ছাড়ে অতিরিক্ত দশ শতাংশ ছাড় পেয়ে যাবেন।
শুধু এইটুকুনি নয় বিভিন্ন ক্ষেত্রে প্রোডাক্ট সস্তা হবে।
এছাড়াও আপনি যদি আমাজন পে ব্যবহার করে কেনাকাটা করে তাহলে অতিরিক্ত ২৫০০ টাকার রিওয়ার্ড পেতে পারেন।
Amazon pay ICICI Bank credit card ব্যবহার করে কেনাকাটায় আনলিমিটেড ৫% ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। সেল চলাকালীন বিভিন্ন অ্যাড অন সার্ভিসে 50% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।