টেক নিউজনিউজ

১০০ টাকারও কম খরচে Jio-র বিরাট অফার! ৩GB ডেটা, আনলিমিটেড কলিং সহ টানা ২৮ দিনের বৈধতা

এবার ১০০ টাকার কমেই দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো ‘রিলায়েন্স জিও’ সংস্থা। টেলিকম ইন্ডাস্ট্রিতে এই সংস্থাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তারা রীতিমতো টেলিকম দুনিয়ায় বিপ্লব এনে দিয়েছে।

কারণ, এতো কম দামে আনলিমিটেড কলিং ও ডেটার পাশাপাশি অন্যান্য সুবিধা পাওয়ার কথা কখনো ভাবতেই পারেননি গ্রাহকেরা। যদিও ধীরে ধীরে রিচার্জ প্ল্যানগুলোর দাম কিছুটা বেড়েছে। তবে এই সংস্থা বেশ জনপ্রিয়ই রয়েছে গ্রাহকদের কাছে। অন্যদিকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে তারা।

একদিকে যেমন এয়ারটেল তাদের সব থেকে কমদামী রিচার্জ প্ল্যান ৯৯ টাকা বাতিল করে দিয়েছে, তবে অন্যদিকে মাত্র ৯১ টাকার একটি দুর্দান্ত প্ল্যান এনেছে জিও। যেখানে আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএস’এর পাশাপাশি ডেটার সুবিধা পাওয়া যাবে। আসুন তাহলে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

তবে মনে রাখতে হবে এই রিচার্জ প্ল্যানটি শুধু জিওফোন ব্যবহারকারীদের জন্যই আনা হয়েছে। যেখানে রয়েছে-আনলিমিটেড ভয়েস কলিং + প্রতিদিন ৫০টি ফ্রি এসএমএস + প্রতিদিন ১০০ MB + ২০০ MB ডেটা + JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো অ্যাপগুলির সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।