একসময় মাত্র 18 হাজার টাকায় পাওয়া যেতো বাইকপ্রেমীদের স্বপ্নের বাইক ‘রয়্যাল এনফিল্ড’। মোটরবাইকের দুনিয়ায় রীতিমতো রাজত্ব করে এই কোম্পানি। যারা বাইকপ্রেমী রয়েছেন তাদের কাছে এই বাইককে স্বপ্ন বলা চলে। কারণ, এই বাইক কিনতে সকলেই চান তবে তার মধ্যে খুব কম সংখ্যক মানুষ সেটি করতে পারেন। যেহেতু এই বাইকের দাম রীতিমতো আকাশছোঁয়া।
বর্তমানে রয়্যাল এনফিল্ড বাইক কিনতে গেলে মোটামুটি তিন লাখ টাকার উপরে খরচ করতে হবে। অনেকেই সেই কারণে এই টাকায় চার চাকা গাড়ি কেনা শ্রেয় বলে মনে করেন। তবে আপনি কী জানেন বর্তমানে এই বাইকের এতো দাম হলেও একসময় সেটির দাম ছিল মাত্র 18,700 টাকা? কী অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা।
কারণ, এই দামের থেকে বেশি দামে এখন স্মার্টফোন বিক্রি হয়। তবে এতো কম দাম ছিল 1986 সালে। আসলে সম্প্রতি 1995 সালের রেস্টুরেন্ট বিল এবং 1937 সালের সাইকেলের বিল আলোচনায় উঠে এসেছে। সেখানে আরও একটি বিষয় আলোচনায় ছিল। সেটি হল রয়্যাল এনফিল্ড বাইকের দাম। কারণ, 3 লাখ টাকার বাইক যদি 18,700 টাকায় পাওয়া যায় তা সত্যিই চমকে দেয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বুলেট 350 সিসি’ এর একটি বিল ভাইরাল হয়েছে। যেখানে দাম দেখার পর নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। যেমন কেউ একজন লিখেছেন, ‘এখন আমার বাইকের এক মাসের তেলের খরচা।’ আবার কারোর মতে এই টাকায় শুধুমাত্র রেমস পাওয়া যায়। শুধু তাই নয় কেউ কেউ এটিকে এক মাসের কিস্তির সাথেও তুলনা করেছেন।