টেক নিউজনিউজ

কম খরচে লাভই লাভ! Jio-র এই খাস প্ল্যানে পাবেন আনলিমিটেড কলিং-ডেটা সহ টানা ৮ মাসের বৈধতা

২০২৩ সালের শুরুতে এবার ২০২৩ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জনপ্রিয় টেলিকম সংস্থা ‘রিলায়েন্স জিও’। টেলিকম দুনিয়ায় এই সংস্থাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা নেই। গ্রাহকদের সুবিধার্থে একাধিক আকর্ষণীয় অফার তারা নিয়ে এসেছে।

সম্প্রতি সেরকমই একটি রিচার্জ প্ল্যান এনেছে এই সংস্থা। যেখানে রয়েছে একবার প্রচুর সুবিধার পাশাপাশি বেশিদিনের বৈধতাও। বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। যে, কারণে গ্রাহকদের অনেক বেশি ডেটার প্রয়োজন হচ্ছে।

সেই দিকটি মাথায় রেখেই এই রিচার্জ প্ল্যানটি এনেছে জিও। যেখানে মোট ৮ মাস ১২ দিনের বৈধতা পাওয়া যাবে। কী কী সুবিধা রয়েছে এই প্ল্যানে? আনলিমিটেড ভয়েস কলিং + প্রতিদিন ১০০ টি করে এসএমএস + প্রতিদিন ২.৫ জিবি ডেটা।

দৈনিক ডেটার সীমা শেষ করার পর গতি কমে হবে ৬৪ Kbps-এ। এখানেই শেষ নয় JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর সাবস্ক্রিপশনও বিনামূল্যে উপলব্ধ হবে। হিসাব করে দেখতে গেলে মাসিক ২৪০ টাকাতেই দুর্দান্ত পরিষেবা পাওয়া যাবে।