টেক নিউজনিউজ

১৫০ টাকারও কমে টানা ৮৪ দিনের আনলিমিটেড পরিষেবা, ধামাকা অফার দিচ্ছে BSNL

যতই ভোডাফোন জিও-এর রমরমা হোক বিভিন্ন কারণে বহু মানুষের এখনো পছন্দের রয়েছে BSNL. আর তার মধ্যে একটি কারণ হলো সস্তায় লম্বা ভ্যালিডিটি। আসলে যারা সস্তায় লম্বা ভ্যালিডিটি চান তাদের জন্য BSNL এর জুড়ি মেলা ভার‌। সম্প্রতি খবর বেসরকারি টেলিকম সংস্থাগুলি থেকে অনেকটা কম দামে ৮৪ দিন ভ্যালিডিটি দিচ্ছে এই টেলিকম সংস্থাটি। এমনকি 150 টাকার কমে কোম্পানির ঝুড়িতে রয়েছে একাধিক রিচার্জ। সস্তায় ফোন চালিয়ে নিয়ে যেতে চাইলে এই রিচার্জ গুলি আপনার জন্য আদর্শ।

দেখে নিন প্ল্যান তার মধ্যে একটা জনপ্রিয় প্ল‍্যান-

107 এর রিচার্জ- 84 দিন ভ্যালিডিটি যুক্ত এই রিচার্জ প্ল‍্যান মিলবে মাত্র ১০৭ টাকায়। যাদের কেবলমাত্র ফোন কলিং এর বেশি প্রয়োজন হয় তাদের জন্য আদর্শ হতে পারে এই রিচার্জটি। কারণ এতে দেওয়া হয়েছে আনলিমিটেড ভয়েস কলিং। এছাড়াও রয়েছে এক জিবি ডেটা। কেবল যদি সিম কার্ড এক্টিভ রাখার প্রয়োজন হয় তাদের জন্যও বেশ ভালো প্ল্যান এটি। তবে হ্যাঁ এখনো কিন্তু 3 জি নেটওয়ার্ক ব্যবহার করছে এই সংস্থা।

প্রসঙ্গত গত বছরের কোম্পানির 4 জি লঞ্চের কথা ছিল কিন্তু সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে যেখানে জানা যাচ্ছে চলতি বছর সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে 4G নেটওয়ার্ক। এদিকে আবার গত সপ্তাহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জানিয়েছেন 2024 সালে ভারতে 5G লঞ্চ করবে বিএসএনএল। ফোরজি নেটওয়ার্কের উপর ভর করে শুরু হবে এই সংস্থার ফাইভ-জি পরিষেবা। আপাতত কি হতে চলেছে এখন তাই দেখার।