বিগত কয়েক বছরে ভারতে রিচার্জের দাম বাড়িয়েছে সব টেলিকম সংস্থায়। এক সময় যেখানে সিম চালু রাখতে 1 টাকাও খরচ হতো না সেখানে মাসের শেষে তাই ১০০ টাকার বেশি খরচ হয়ে যায়। তবে এমন পরিস্থিতিতেও গ্রাহকদের জন্য সস্তায় প্ল্যান নিয়ে হাজির হয়েছে BSNL. জলে ধরে একেবারে পুরো বছরের ভ্যালিডিটির রিচার্জ করার সুযোগ পাবেন BSNL গ্রাহকরা।
জিও vodafone এয়ারটেলকে নতুন বছর জোরদার টক্কর দিয়ে দুর্দান্ত সব প্ল্যান নিয়ে হাজির হয়েছে BSNL. আজকে যে প্ল্যানটির কথা বলবো তা মূলত 797 টাকার যা 12 মাসের বৈধতা প্রদান করে। অর্থাৎ মাসিক খরচের কথা ধরলে এই প্ল্যানে খরচ হচ্ছে মাত্র 66 টাকা। এই মুহূর্তে এটি সবচেয়ে সস্তা প্ল্যান।
797 Recharge plan- BSNL এর 797 টাকার prepaid Recharge plan টি পুরো ৩৬৫ দিনের বৈধতা দিচ্ছে। এর পাশাপাশি পাওয়া যাবে দৈনিক 2 জিবি ডেটা ও আনলিমিটেড কলিং এর সুবিধা। পাশাপাশি লোকাল এসটিডি এবং রোমিং কলও করতে পারবেন। এছাড়াও থাকবে প্রতিদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে করার সুযোগ। কিন্তু হ্যাঁ আপনি 60 দিনের জন্য এই সমস্ত সুবিধা পাবেন। আসলে এই প্ল্যানটি এক্সটেনশন প্ল্যান হিসেবে বিবেচিত। তবে দৈনিক 2 জিবি ডাটা সীমা শেষ হওয়ার পরেও নেট ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে ইন্টারনেটের গতি কমে 40 kbps হয়ে যাবে।
আসলে অনেক গ্রাহক রয়েছেন যারা শুধুমাত্র ইনকামিং চালু রাখতে রিচার্জ করেন। কিন্তু airtel jio vodafone এই ধরনের টেলিকম সংস্থাগুলিতে এর জন্যও অনেক টাকা লাগে। আর BSNL এইসব গ্রাহকের কথা ভেবেই সস্তার প্ল্যানটি সামনে এনেছে। বিশেষত যারা তাদের সারা বছর সক্রিয় রাখতে চান তারা এই রিচার্জ প্ল্যানে অনেকটাই উপকৃত হবেন।