টেক নিউজনিউজবিনোদন

বয়কট চীন, ভারতীয়দের জন্য আকর্ষণীয় FAU-G গেম নিয়ে হাজির অক্ষয় কুমার!

Advertisement
Advertisement

চিন ভারত সংঘর্ষে ২০ জন ভারতীয় জাওয়ন শহীদ হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারত। চিনা দ্রব্য বয়কটে সামিল হয়েছে গোটা দেশ। এরই মাঝে নতুন মাসের শুরুতেই PUBG-সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। আর PUBG নিষিদ্ধ হওয়ার জেরে বহ মোবাইল গেম প্রেমীদের মন খারাপ হয়ে যায়। তবে, এবার মোবাইল গেম প্রেমীদের জন্য এল এক সুখবর। আর সেই সুখবর নিয়ে আসলো বলিউডের অভিনেতা। কিন্তু কে সেই জানেন কি?

নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কে সেই অভিনেতা যে গেম প্রেমীদের কথা ভেবে সুখবর আনলেন? যদিও সুখবর আনলেন তো সেটা কি সুখবর? PUBG নিষিদ্ধ হওয়ার খবরে দুঃখ পাওয়া সকল গেম প্রেমীদের দুঃখ নিরসন করতে এবার হাজির হলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। PUBG-র পালটা হিসেবে অক্ষয় নিয়ে এলেন নতুন অ্যাকশন গেম FAU-G।

নিশ্চয়ই অবাক লাগছে এটা কি সত্যিই? আজ্ঞে হ্যাঁ এটা একদম সত্যি। কারণ কেন্দ্রীয় সরকারের PUBG বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আত্মনির্ভর অভিযানকে সমর্থন করে FAU-G গেমটি আনার কথা টুইটারে ঘোষণা করলেন অক্ষয় কুমার।

অভিনেতা টুইট করে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভরতার অভিযানকে সমর্থন করে গর্বের সঙ্গে নির্ভীক আর ঐক্যবদ্ধ প্রহরীদের FAU-G অ্যাকশন গেমটি আনছি। বিনোদনের পাশাপাশি খেলোয়াড়রা আমাদেরে সেনার আত্মবলিদান সম্পর্কেও জানতে পারবেন। গেম থেকে আসা লাভের ২০ শতাংশ ভারত কে বীর ট্রাস্টে যাবে’।
প্রসঙ্গত, ভারতের উপর চিন হামলা করার পর সমস্ত চিনা দ্রব্য বয়কটের পাশাপাশি প্রায় ১৫০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আগস্ট মাসের শেষ থেকে ফের লাদাখে ভারতীয় জমি দখলের চেষ্টা চালায় লালফৌজ। আর এরপরেই সেপ্টেম্বরের শুরুতেই PUBG সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। PUBG নিষিদ্ধ হওয়ায় আর মন খারাপ নয়,FAU-G আনন্দে এবার মাতবে মোবাইল গেম প্রেমীরা।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles