স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আইফোন যেন একপ্রকার স্বপ্নের মতো। কারণ, এই ফোনের দাম এতোটাই বেশি যে তা কেনার সাধ্য থাকে না অনেকেরই। সেরকমই কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে ‘আইফোন 14’। লঞ্চ হওয়া মাত্রই সেটি পৌঁছে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। আর এবার ফ্লিপকার্টের তরফ থেকে এমন একটি অফার আনা হয়েছে যার আওতায় এই ফোন খুব সহজেই কিনে ফেলতে পারবেন আপনি।
কারণ, এই ফোনটির বেস মডেলের উপর পাওয়া যাবে 13,000 টাকার মতোন ছাড়। কীভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক। 128 জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোন যখন লঞ্চ হয়েছিল তখন তার দাম ছিল 79,900 টাকা। তবে এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেই ফোন 66,999 টাকায় কেনার সুযোগ করে দিয়েছে ফ্লিপকার্ট।
ফিচার্সের দিকে দেখতে গেলে, এতে রয়েছে-
1. 6.1 ইঞ্চি Retina XDR ডিসপ্লে। 2532×1170 pixels রেজলিউশন-সহ। ডিসপ্লে-তে রয়েছে সিরামিক প্রোটেকশন।
2. এতে ব্যবহৃত হয়েছে A15 Bionic chipset।
3. স্টোরেজের দিকে দেখতে গেলে পাওয়া যাবে 128GB, 256 GB ও 512GB অপশন।
4. ক্যামেরায় 2MP প্রাইমারি লেন্স, larger sensor এবং larger pixels, পাশাপাশি 12MP front TrueDepth ক্যামেরা।
5. অন্যদিকে 20 ঘন্টা একটানা ভিডিও প্লেব্যাক’এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে।
তবে শুধু এই ফোনই নয় এর উপরের মডেলটির উপরেও রয়েছে অফার। কারণ, 96,999 টাকার সেই ফোন আপনি কিনে ফেলতে পারেন মাত্র 76,999 টাকায়। এখানে শেষ নয় Axis Bank credit card ব্যবহার করলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। তার সাথে 21,400 টাকা পর্যন্ত পুরনো ফোন এক্সচেঞ্জের সুযোগ। এছাড়া ডেবিট কার্ডের উপর ইএমআই’এর সুবিধা রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেক মাসে দিতে হবে 6,079 টাকা।