এবার মাত্র 8,500 টাকা দিয়ে আপনি বাড়ি নিয়ে আসতে পারেন ‘Bajaj Pulsar 125’। যদি স্পোর্ট লুক এবং ভালো মাইলেজওয়ালা বাইকের কথা বলা হয় তাহলে প্রথমেই আসে পালসারের নাম। কারণ, দুর্দান্ত পারফর্ম্যান্সের পাশাপাশি এই বাইকের লুক ভীষণই পছন্দ তরুণ গ্রাহকদের। বাজারে বাইকটির এক্স-শোরুম মূল্য রয়েছে 82,712 টাকা। যেটি 6 টি ভেরিয়েন্ট এবং 8 টি রঙে উপলব্ধ। এই মডেলের যে টপ ভেরিয়েন্ট রয়েছে তার এক্স-শোরুম দাম 92,183 টাকা।
তবে অনেক সময় বেশি দাম হওয়ার কারণে সেটি কিনতে পারেন না গ্রাহকেরা। তবে আর চিন্তা নেই, কারণ মাত্র 8,500 টাকাতেই আপনি এই বাইক বাড়ি নিয়ে যেতে পারবেন। কীভাবে? আসুন তাহলে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। আসলে এতে রয়েছে ফাইন্যান্সের সুবিধা। 8,500 টাকা ডাউনপেমেন্ট দিয়ে আপনি এই বাইক বাড়ি নিয়ে যেতে পারেন। এরপর ইএমআই হিসেবে মাসিক 4,000 টাকা করে দিতে হবে 3 বছরের জন্য।
ফিচার্স:
1. 124.4 cc ইঞ্জিন যা 11.64 bhp শক্তি এবং 10.8 nm টর্ক জেনারেট করে।
2. ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 11.5 লিটার এবং প্রতি লিটারে মাইলেজ প্রায় 50 কিলোমিটার।
3. বাইকের সামনে ও পিছনে রয়েছে ড্রাম এবং ডিস্ক ব্রেক।
4. এই বাইকের সম্প্রতি নতুন কার্বন ফাইবার এডিশনও লঞ্চ করা হয়েছে। যার 2টি ভেরিয়েন্ট, প্রথমটি সিঙ্গেল সিট এবং দ্বিতীয়টি স্প্লিট সিট। এগুলির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 15 লিটার।
দাম: সিঙ্গেল সিটের এক্স-শোরুম দাম 89,254 টাকা এবং স্প্লিট সিটের দাম 91,642 টাকা।