Bajaj নিয়ে এলো দুর্দান্ত ফিচারে নতুন ক্রুজার বাইক, দামে Royel Enfaild-এর চেয়েও সস্তা

বাজাজ অটো গত তিন বছর ধরে তাদের সংস্থা মারফত অ্যাভেঞ্জার সিরিজের অধীনে দু’টি মোটরবাইক বিক্রি করত। আর সেই দু’টি মোটরবাইক হল Bajaj Avenger 220 Cruiser ও Avenger 160 Street। তবে এবার আর দুটি নয়, সেই সংখ্যা বেড়ে হল তিনটি। ফের এই সংস্থার তরফ থেকে নতুন আরেকটি বাইক লঞ্চ করা হয়েছে। সেই মডেলটি হল Bajaj Avenger 220 Street। তবে নতুন বাইকটি লঞ্চ হলেও পুরোনো বাইক দু’টির বিক্রিও সমানভাবে চলবে বলে জানিয়েছে এই সংস্থা।
নতুন বাইকটি ভারতের বাজারে বিক্রি করা হবে ১.৪২ লক্ষ টাকায়। Bajaj Avenger 220 Street মোটরবাইকটির বিক্রি ২০২০ সালে বন্ধ করে দেয় বাজাজ। জানা যায়, বাইকটির বিক্রি তলানিতে। ফের সস্তায় ক্রেতাদের কাছে বাইকটি নিয়ে আসছে সংস্থা। BS6 Phase2 মেনে বাইকে রয়েছে ২২০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিন। এটির মাধ্যমে ১৯ বিএইচপি ও ১৭.৫৫ এনএম টর্ক উৎপাদন করে। এই বাইকে পাঁচটি গিয়ার রয়েছে।
এই বাইকটির ইঞ্জিন ই২০ জ্বালানিতে চলবে। বাইকটি ৮০ শতাংশ পেট্রোল ও ২০ শতাংশ ইথানলের মিশ্রণে চলবে। এছাড়া রয়েছে আরও একাধিক ফিচার। অ্যালয় হুইল, হেডলাইট কাউল, গ্র্যাবরেল, হ্যান্ডেলবার, অ্যাম্বার ব্যাকলিট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে বাইকটিতে।
বাইকটিতে রয়েছে বাজাজ অ্যাভেঞ্জার ২২০ স্ট্রিট-এ দেয়া হয়েছে ডবল অ্যান্টি ফ্রিকশন বুশ সহ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ৫-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন শক রিয়ার অ্যাবজর্ভার যা সাসপেনশনের দায়িত্ব সামলাবে। এছাড়া রয়েছে ২৮০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক, সিঙ্গেল চ্যানেল এবিএস, ১৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক, ১৬৯ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স,