টেক নিউজনিউজ

স্ট্যান্ড ছাড়াই দাঁড়াবে সোজা, বিশ্বের প্রথম স্ট্যান্ডলেস ই-স্কুটার এনে তাক লাগাল Auto Expo

এবার আর ভারসাম্য বজায় রাখার জন্য স্কুটার থেকে স্ট্যান্ড বা পা ফেলার প্রয়োজন হবে না। কারণ, মুম্বাইয়ের ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ লাইগার মোবিলিটি এমন দুটি স্কুটার নিয়ে এসেছে যেখানে বিশ্বের প্রথম সেলফ ব্যালান্সিং টেকনোলজির সুবিধা মিলবে। অর্থাৎ কোনোরকম সাইড স্ট্যান্ড বা সেন্ট্রাল স্ট্যান্ড ছাড়াই নিজে থেকে দাঁড়িয়ে থাকতে পারবে সেই স্কুটারগুলি। চলতি বছরের শেষের দিকেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে এই স্কুটার।

শুধু তাই নয় 2025’এর মাঝামাঝি সময় থেকে এই স্কুটার বিদেশেও রপ্তানী করার পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে স্কুটারের দাম পড়বে 90 হাজার টাকা। এই সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে এই সেলফ ব্যালান্সিং প্রযুক্তি চালককে সুরক্ষা, আরাম এবং সুবিধা প্রদান করবে। শুধু তাই নয় ধীরগতিতে চলার সময় এই প্রযুক্তি ইচ্ছেমতোন ব্যবহার করার জন্য সক্রিয় অথবা নিষ্ক্রিয় রাখতে পারেন।

আসুন তাহলে জেনে নেওয়া যাক এই স্কুটারের কিছু ফিচার সম্পর্কে।

1. ভারতের আবহাওয়ার সাথে খাপখাইয়ে Liger X ও Liger X+ একটি লিকুইড কুল্ড লিথিয়াম ব্যাটারী দিয়ে তৈরি করা হয়েছে। যা বেশি তাপমাত্রায় সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের সুবিধা দেবে।

2. স্কুটারগুলির সর্বোচ্চ গতিবেগ হবে 65 কিলোমিটার। একবার ফুল চার্জ দিলে সেগুলি যথাক্রমে 60 কিমি ও 100 কিমি চলতে সক্ষম।

3. লাইগার এক্স-এ দেওয়া হয়েছে ডিটাচেবল ব্যাটারী অর্থাৎ যে কোনোস্থানে সেগুলি খুলে চার্জে বসানো যাবে। লাইগার এক্স+’এ রয়েছে নন ডিটাচেবল ব্যাটারী প্যাক। যেটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 4.5 ঘন্টা সময় নেবে।

যদিও অতিরিক্ত মূল্যের সাহায্যে উভয় মডেলেই ফাস্ট চার্জিংয়ের অপশন যোগ করা যাবে। এছাড়া স্কুটারের আরো কিছু ফিচার হলো রিভার্সিং বাটন, লার্নিং মোড, ওভার দ্য এয়ার সফ্টওয়্যার আপডেট, ফুল ডিজিটাল টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, চালক এবং যাত্রীর জন্য চওড়া সিট, গ্র্যাব রেল, জিপিএস এছাড়াও টার্ন বাই টার্ন নেভিগেশনের সুবিধা।