সেল সেল সেল! না এখনো চৈত্র মাস না এলেও বড়ো ধামাকা সেল শুরু হয়ে গেল ই-কমার্স সাইট অ্যামাজনে। সামনেই রিপাবলিক ডে আর তাই অ্যামাজনে শুরু হতে চলেছে গ্রেট রিপাবলিক ডে সেল। এই অফারে ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ওপর মিলবে বিশাল রকমের ছাড়। চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক অ্যামাজনের এই সেলে কি কি অফার পাবেন আপনারা।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল শুরু হতে চলেছে ১৯শে জানুয়ারি, ২০২৩ থেকে যা চলবে তাই ২২শে জানুয়ারি, ২০২৩ পর্যন্ত। নতুন বছরের শুরুতেই এমন ধামাকেধার সেলের চমৎকার অফার পাবেন গ্রাহকেরা। অন্যদিকে আমাজন প্রাইম মেম্বাররা আজ অর্থাৎ ১৮ই জানুয়ারি থেকেই পাবেন এই সেলের অফার এবং ডিসকাউন্ট এর সুবিধা।
বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট এবং নামী ব্র্যান্ড থেকে বিশাল রকমের ছাড় পাবেন। Vivo, Xiaomi, Samsung, One plus, Oppo, Apple প্রভৃতি ব্যান্ডে পাবেন বিশাল ডিসকাউন্ট। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, গ্যাজেট, ল্যাপটপ প্রভৃতি আইটেমে পাবেন দারুন ডিসকাউন্ট। আমাজন গ্রেট রিপাবলিক ডে সেলে পেতে পারেন প্রায় ৪০ শতাংশ ডিসকাউন্ট।
শুধুমাত্র ডিসকাউন্টই নয় আপনার যদি SBI ক্রেডিট কার্ড থেকে থাকে, তবে আপনি পাবেন ইএমআই লেনদেনের জন্য ১০% ছাড়। এছাড়াও অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে পাবেন বাজেট বাজার, ব্লকবাস্টার ডিল, ফ্রী বুকিং, রাত ৮ টার ডিল সহ বিশেষ বিশেষ অফার। এছাড়াও এই শীতের মরসুমে আপনি যদি চান গিজার কিনতে, তবে এটি হল আদর্শ সময়। গিজারের ওপরেও পাবেন বিশাল ডিসকাউন্ট। এছাড়াও হিটিং স্কার্ফ, হিটেড বেনি হ্যাট এর ওপরেও পাবেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।