সম্প্রতি এবার গ্রাহকদের জন্য বিনামূল্যে 2 জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করলো জনপ্রিয় টেলিকম সংস্থা ‘এয়ারটেল’। গ্রাহকের কথা মাথায় রেখে এই সংস্থার তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার নিয়ে আসা হয়। সেরকমই একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে তারা। আসুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে এই বিনামূলের 2 জিবি ডেটা আপনি পাবেন।
এই ডেটার জন্য আপনাকে ‘এয়ারটেল থ্যাংকস’ নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপ বিভিন্ন অফার, পরিষেবা সম্পর্কে তথ্য দেয়। তবে সেখান থেকেই আপনি 2 জিবি ডেটা পেতে পারেন। তবে এর জন্য আপনাকে কিছু রিচার্জ প্ল্যানের দ্বারা রিচার্জ করতে হবে। যেগুলি হলো- 265, 369, 549, 699 ও 839 টাকা।
এই প্ল্যানগুলি রিচার্জ করলে আপনি অতিরিক্ত 2 জিবি ডেটা পেয়ে যাবেন। এখানেই শেষ নয় সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে এই ডেটার পাশাপাশি ‘এয়ারটেল এক্সট্রিম’এর সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে। একইসাথে রয়েছে ‘Fastag’ সম্বন্ধিত প্যাকে প্রতি মাসে 100 টাকা ফেরত, ‘airtel wink music’ এবং হ্যালোটিউনসের সুবিধা।
তবে এক্ষেত্রে একটাই শর্ত যখন আপনারা ওই রিচার্জগুলি করবেন সেটি করতে হবে ‘এয়ারটেল থ্যাংকস’ অ্যাপের দ্বারা। এই অ্যাপের মাধ্যমে রিচার্জ করলেই আপনি 2 জিবি বিনামূল্যে ডেটা পাবেন। আসলে সংস্থার প্রচার চালানোর জন্যই এই সুবিধা আনা হয়েছে গ্রাহকদের জন্য। যদিও সংস্কার তরফ থেকে জানানো হয়েছে এর মাধ্যমে গ্রাহকদেরই লাভ।