টেক নিউজনিউজ

Airtel ধামাকা, একগুচ্ছ প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড ডেটা, জেনে নিন

Advertisement
Advertisement

প্রতিযোগীতার বাজারে বর্তমানে নিজেদের সেরা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা। গ্রাহকদের জন্য একের পর এক সুবিধা নিয়ে আসছে, কেউ ভালো অফার দিচ্ছে তো কেও ভালো নেটওয়ার্ক স্পিড প্রত্যেক সংস্থা নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টায় রয়েছেন। ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে জিও এবার সেই জিওকে টেক্কা দিতে গ্রাহকদের জন্য বড়োসড়ো সুযোগ ঘোষনা করল এয়ারটেল।

কিছুদিন আগে জিও সবচেয়ে কম টাকায় ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার কথা ঘোষনা করেছিল সঙ্গে ছিল একাধিক অফার। কিন্তু জিওকে টেক্কা দিয়ে এবার ভারতীয় টেলিকম সংস্থা ভারতীয় এয়ারটেল গ্রাহকদের জন্য দুর্দান্ত এক অফার নিয়ে এলো।

এয়ারটেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে শীঘ্রই তাদের সমস্ত ব্রডব্যান্ড ডাটা প্লান আনলিমিটেড করা হবে। অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা এতদিন এয়ারটেল ব্রডব্যান্ড সার্ভিস ব্যবহার করত তারা এরপর থেকে আনলিমিটেড ডাটা উপভোগ করার সুযোগ পাবেন।

এছাড়াও এয়ারটেলের কিছু পরিবর্তন আসতে চলেছে পাশাপাশি নতুন প্ল্যানও আসতে চলেছে। এয়ারটেল ব্রডব্যান্ড এর মূলত চার ধরণের প্ল্যান ছিল। সেগুলির নাম-বেসিক, এন্টারটেনমেন্ট, প্রিমিয়াম, ভিআইপি। এই চারটি plan কোম্পানি আনলিমিটেড ডাটা করে দিয়েছে। আর খুব শীঘ্রই অফিশিয়াল ওয়েবসাইট এর নতুন প্ল্যান সম্বন্ধে জানা যাবে। যদিও এর আগে ব্রডব্যান্ডের প্যাক এর সাথে আমাজন প্রাইম, zee5, ইত্যাদি ওটিটি প্লাটফর্মে সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যেত কিন্তু আনলিমিটেড ডাটা হওয়ার পর এই সুবিধা গুলি পাওয়া যাবে না।

প্রসঙ্গত এর আগেও ভারতের অন্ধ্র প্রদেশ ও গুজরাটে এয়ারটেলের আনলিমিটেড ডাটা প্ল্যান ছিল। তাই সংস্থা আশাবাদী যে নতুন এই পদক্ষেপে সাধারন মানুষ উপকৃত হতে চলেছেন। এই করোনার ফলে work from home এর জন্য ইন্টারনেট ব্যবহারের পরিমান বেড়ে গেছে। সেখানে এই অফারটিতে সকলকে খুশি করতে পারবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles