গ্রাহকদের জন্য এবার দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো জনপ্রিয় টেলিকম সংস্থা ‘এয়ারটেল’। যেখানে 15 টির মতো ওটিটি প্ল্যাটফর্মের এক্সেস পাওয়া যাবে। বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলির রমরমার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন প্ল্যাটফর্মের তরফ থেকে বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আসা হয়। তবে সেগুলির আলাদা করে সাবস্ক্রিপশন নিতে গেলে অনেকটাই খরচসাপেক্ষ হয়ে যায় গ্রাহকদের জন্য।
তবে আর কোনো চিন্তা নেই, কারণ এয়ারটেল এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যেখানে খুব কম দামে একাধিক ওটিটি প্ল্যাটফর্মের এক্সেস পেয়ে যাবেন সকলে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই রিচার্জপ্ল্যান সম্পর্কে। মাত্র 149 টাকায় এই রিচার্জ প্ল্যানটি নিয়ে এসেছে এয়ারটেল। তবে এটা শুধুমাত্র ডেটা অনলি প্যাক। তাই এটি ব্যবহার করার জন্য আরও একটি অ্যাক্টিভ প্রিপেইড প্ল্যানের প্রয়োজন পড়বে।
এই প্ল্যানের আওতায় মাত্র 1 জিবি ডেটা পাবেন গ্রাহকেরা এবং নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটা ব্যবহারের জন্য 50 পয়সা করে দিতে হবে গ্রাহকদের। তবে এই প্ল্যানের কোনো স্বতন্ত্র বৈধতা নেই। অ্যাক্টিভ প্রিপেইড প্ল্যান যতদিন থাকবে ততদিন এই প্ল্যানটি বৈধ থাকবে। এই প্ল্যানের আওতায় 1 জিবি ডেটার পাশাপাশি 30 দিনের জন্য ‘এয়ারটেল এক্সট্রিম’এর এক্সেস পাবেন গ্রাহকেরা।
আপনাদের জানিয়ে রাখা ভালো ‘এয়ারটেল এক্সট্রিম’ এমন একটি ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম যেখানে একটি সিঙ্গেল অ্যাপের মধ্যে 15টি ওটিটি প্ল্যাটফর্মের এক্সেস পেয়ে যাবেন। যার দ্বারা এটাই স্পষ্ট হচ্ছে যে এই অ্যাপটির জনপ্রিয়তা বাড়ানোর জন্যই এই 149 টাকার প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। যদিও যারা ডেটার জন্য রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই প্ল্যান খুব একটা সুবিধাজনক হবে না।