টেক নিউজনিউজ

মাত্র ৭,৫০০ টাকায় বাড়ি নিয়ে আসুন স্টাইলিশ নতুন Honda Activa, পাবেন চোখধাঁধানো ফিচারস

জাপানের টু হুইলার ব্র্যান্ড হোন্ডা, এর ঝুলিতে রয়েছে বাইক ও স্কুটারের মন মাতানো সম্ভার। তবে কেবল মন মাতানো সম্ভারের জন্য এর জনপ্রিয়তা নয়, হোন্ডা বরাবর খেয়াল রেখেছে মধ‍্যবিত্তের সাধ‍্যের ওপর। সাধ্যের মধ্যে দামের সাথেই যেরকম দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে এসেছে সেই যুগলবন্দী এই কোম্পানির বাইকগুলিকে মধ‍্যবিত্তের পছন্দের তালিকায় এনে দিয়েছে আর এবার ফের মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই গত সোমবার অর্থাৎ ২৩ জানুয়ারি স্মার্ট কি ফিচার সহ হোন্ডা ভারতের বাজারের লঞ্চ করেছে তাদের বাইক হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa).

এর দাম শুরু হচ্ছে ৭৪৫৩৬ টাকা থেকে। জানা যাচ্ছে বর্তমানে নতুন মডেল কি লঞ্চের পর তিনটি ভেরিয়ান্টে উপলব্ধ হয়েছে- Honda Activa 6G- STD, DLX, H-Tech এক্স শোরুমে যার মূল্য যথাক্রমে ৭৪,৫৩৬ টাকা ৭৭,০৩৬ টাকা এবং ৮০,৫৩৭ টাকা। তবে অনেকের পক্ষে এককালীন এতটা টাকা দিয়ে বাইক কেনা সম্ভব হয়ে ওঠেনা। তাই এই মুহূর্তে এটি মাসিক কিস্তির বিকল্পে চাইলে কিনে নিতেই পারেন।

ইএমআই অনুযায়ী বাইকটি কিনতে চাইলে আপনি পেয়ে যাবেন দুবছরের সময়সীমা। অর্থাৎ ১০% সুদের হারে লোন পরিশোধের সময় দু বছর। ধরুন আপনি একটি Activa স্ট্যান্ডার্ড ট্রিম কেনার কথা ভাবছেন। সে ক্ষেত্রে এর অনরোড মূল্য ৮৬,৪৫৫ টাকা। যা আপনি মাত্র ৭৫০০ টাকার ডাউন পেমেন্ট এর মাধ্যমে এই মুহূর্তে ঘরে আনতে পারেন। এক্ষেত্রে আপনার মাসে মাসে কিস্তির পরিমাণ দাঁড়াবে ৩৬৪৩ টাকা।

একইভাবে ডিউলেক্সের ক্ষেত্রে অন রোড প্রাইস ৮৮০২৭ টাকা যার ফলে ডাউনপেমেন্ট লাগবে ৮ হাজার টাকা এবং প্রতি মাসে দিতে হবে ৩৬৯৩ টাকা। আর Activa Smart এর ক্ষেত্রে ৯ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে ইএমআই হিসাবে জমা করতে হবে ৩৮৮৭ টাকা। এর অন রোড প্রাইস ৯৩,২৩৮ টাকা।