টেক নিউজ

১ জানুয়ারি থেকে লাগু নতুন নিয়ম, মোবাইল নম্বরের আগে বসাতে হবে আরও একটি সংখ্যা

ফোন নম্বরের সঙ্গে একটি শূন্য (0) অবশ্যই রাখতে হবে। আর এই নতুন নিয়মের ক্ষেত্রে ট্রাইয়ের প্রস্তাব গ্রহণ করেছে টেলি যোগাযোগ বিভাগ।

Advertisement
Advertisement

১ জানুয়ারি থেকে ফোন করার জন্য চালু হচ্ছে নতুন নম্বর। ১ জানুয়ারি ২০২১ থেকে সারাদেশে ল্যান্ডলাইন থেকে মোবাইল ফোনে কল করতে গ্রাহকদের বাড়তি একটি সংখ্যা যোগ করতে হবে৷ ফোন নম্বরের সঙ্গে একটি শূন্য (0) অবশ্যই রাখতে হবে। আর এই নতুন নিয়মের ক্ষেত্রে ট্রাইয়ের প্রস্তাব গ্রহণ করেছে টেলি যোগাযোগ বিভাগ।

উল্লেখ্য, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ২৯ মে ২০২০-তে এই কলের জন্য ফোন নম্বরের আগে ‘শূন্য’ (0) বসানোর সুপারিশ করেছিল। আর এবার ২০ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টেলিকম বিভাগ বলেছে, ১ জানুয়ারি থেকে ল্যান্ডলাইন থেকে মোবাইলে নম্বর ডায়াল করার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আর এই পরিবর্তনের জন্য ট্রাইয়ের সুপারিশ গ্রহণ করা হয়েছে।

টেলিকম বিভাগ জানিয়েছে যে, টেলিকম সংস্থাগুলিকে ল্যান্ডলাইনের সমস্ত গ্রাহকদের জিরো ডায়াল করার এই নতুন সুবিধা দিতে হবে। এই সুবিধাটি বর্তমানে নির্দিষ্ট অঞ্চলের বাইরের কলগুলির জন্য উপলব্ধ রয়েছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে টেলিকম সংস্থাগুলি মোবাইল পরিষেবাগুলির জন্য অতিরিক্ত ২৫৪.৪ কোটি নম্বর তৈরি করতে পারবে।

ভবিষ্যতে এই সুবিধার মাধ্যমে চাহিদা পূরণ হবে। এই নতুন ব্যবস্থার জন্য টেলিকম সংস্থাগুলিকে জানুয়ারী পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ফিক্সড লাইনের স্যুইচগুলিতে একটি উপযুক্ত ঘোষণা করা উচিত, যাতে ফিক্সড লাইনের গ্রাহকরা সমস্ত ফিক্সড থেকে মোবাইল কলের জন্য 0 ডায়াল করার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারেন।

Related Articles