লকডাউনে কাজ নেই! বাড়িতে বসে টাকা রোজগারের সুযোগ করে দিলো Jio

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া প্রকাশিত রিপোর্টে একটি তথ্য জানা গিয়েছিল 2019 সালের অক্টোবর মাসে মোট 91 লক্ষ নতুন গ্রাহক নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন । আর এর কারন সাধারনের সুবিধার্থে নানারকম অফার ঘোষনা।আর লকডাউন এর মধ্যে আবার জিও নিয়ে এসেছে নতুন সুযোগ লক ডাউন এর সময় অন্য গ্রাহকের জিও নম্বর রিচার্জ করে দিলে পাওয়া যাবে কমিশন।সম্প্রতি jioPOS lite অ্যাপস নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির কোম্পানি এর ফলে যেকোনো জিও গ্রাহক অন্য জিও নম্বর রিচার্জ করলেই ঘরে বসে রিচার্জ করতে পারবেন।আর এর জন্য এই অ্যাপস এ রেজিস্টার করতে হবে তবে তার জন্য কোনো নথি জমা দিতে হবে না।
JIOPOS LITE INSTALL করার পর নিজেকে জিও Partner register করতে হবে।এই apps থেকে যে কোনো নম্বর রিচার্জ করে 4.16% কমিশন পাওয়া যাবে।এই আপ ইন্সটল করার পরে নিজেকে Jio partner রেজিস্টার করতে হবে।রেজিস্ট্রেশন শেষ হলে wallet recharge করে রিচার্জ শুরু করা যাবে।500,1000,2000 টাকা টপ আপ করে wallet এ নেওয়া যাবে।প্রত্যেক 100 টাকা খরচ করলে 4.166 টাকা account এ যোগ হবে।যা দিয়ে আবার রিচার্জ করা যাবে।
এই app থেকে জনপ্রিয় প্রিপেড plan গুলো দেখে নিতে পারবেন। আপাতত শুধুমাত্র android গ্রাহকরা JIOPOS Lite app ব্যবহার করতে পারবেন।play store থেকে এই app download করা যাবে।