নতুন প্ল্যানে বাজিমাৎ রিলায়েন্স Jio-এর

দেবপ্রিয়া সরকার : অন্যান্য টেলিকম কোম্পানি গুলোকে সরিয়ে দিয়ে রিলায়েন্স Jio যে ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করেছিল তা সকলেরই জানা। কিন্তু সম্প্রতি Jio মোবাইল কল ও ডেটা প্ল্যান গুলির দাম বাড়িয়ে চলেছে। যার ফলে Jio গ্রাহকরা কিছুটা সমস্যার সম্মুখীনও হয়েছে। রিচার্জের খরচ বেড়ে যাওয়ায় জিও গ্রাহকের হার হ্রাস পেয়েছে। তাই Jio-এর জনপ্রিয়তা বজায় রাখতে রিলায়েন্স একটি রেখাচিত্র নির্মাণ করেছে। এই রেখাচিত্রে Jio গ্রাহক সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে রিলায়েন্স দুটি নতুন প্ল্যান মার্কেটে লঞ্চ করেছে। তবে এই অফার শুধুমাত্র Jio phone ব্যবহারকারীদের জন্য থাকবে।
অর্থাৎ JioPhone এবং JioPhone২-এর গ্রাহকরা আরও সস্তার ডেটা প্লানের সুবিধা পাবে। নতুন প্ল্যানের দাম ৪৯ টাকা এবং ৬৯ টাকা। ৪৯ টাকার প্লানে ১৪ দিনের বৈধতা সমেত এই প্ল্যানের আওতায় থাকবে ২ জিবি ফ্রি ডেটা ও jio to jio আনলিমিটেড কল এর সুবিধা। তবে অন্যান্য নেটওয়ার্কে সর্বোচ্চ ২৫০ মিনিট ফ্রি কলের সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে ৬৯ টাকা প্ল্যানে পাওয়া যাবে ৪৯ টাকার মতো ১৪ দিনের বৈধতা। এক্ষেত্র পার্থক্যটা হলো ১৪ দিনে মোট ৭ জিবি ডেটা পাওয়া যাবে। যদিও প্রতিদিন সর্বোচ্চ ৫০০ এমবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে। নতুন প্ল্যানের যাবতীয় তথ্য জানতে জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।