দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের জেরে বর্তমানে সারাদেশ লকডাউন। স্তব্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক জনজীবন। এমন কঠিন সময় সব থেকে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষরা। তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে দেশের বড় বড় নামিদামি টেলিকম কম্পানীগুলো। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সাধারণ মানুষের সুবিধার্থে নির্ধারিত টেলিকম কোম্পানী গুলির গ্রাহকদের জন্য দেওয়া হবে ফ্রি টকটাইম, বর্ধিত ভ্যালিডিটি সহ আরো অনেক সুযোগ সুবিধা।
১: বিএসএনএল :- কেন্দ্র সরকারের এই টেলিকম অপারেটর প্রত্যেকটি প্রিপেইড প্ল্যানের বৈধতা ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত ইনকামিং কলের সুবিধে পাবেন গ্রাহকরা। যে সব প্ল্যানের বৈধতা ২২ মার্চের পর শেষ হয়েছে, সেই সব প্ল্যান থাকবে এই অফারের আওতায়। এছাড়া যে সব প্রিপেইড গ্রাহকদের মোবাইল ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে তাঁদের আরও ১০ টাকার ফ্রি টকটাইম দেওয়ার কথাও ঘোষণা করেছে বিএসএনএল টেলিকম কোম্পানি।
২: এয়ারটেল :- এই টেলিকম অপারেটর সব ধরনের প্রি-পেইড প্ল্যানের বৈধতা ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানোর পাশাপাশি ১০ টাকার বিনামূল্যে টক টাইম দেওয়ার কথা ঘোষণা করেছে কম প্ল্যানের গ্রাহকদের জন্য। এছাড়া ওই টেলিকম কোম্পানি জানিয়েছে, প্ল্যানের বৈধতা শেষ হওয়ার পরও একই নম্বরে ইনকামিং কলের পরিষেবা বজায় থাকবে।
৩: রিলায়েন্স জিও :- শুধুমাত্র জিও ফোন গ্রাহকদের জন্যেও বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত জানাল রিলায়েন্স জিও। জানানো হয়েছে জিও ফোনের গ্রাহকরা বৈধতা শেষ হওয়ার পরও ইনকামিং কলের সুবিধে উপভোগ করতে পারবে। এছাড়াও জিও ফোন গ্রাহকরা পাবেন ১০০ মিনিটের ফ্রি কলিং এবং ১০০টি এসএমএস এর সুবিধা ১৭ এপ্রিল পর্যন্ত।
৩: ভোডাফোন আইডিয়া :- এই সংস্থার পক্ষ থেকে জানানো হয় তাদের সব প্রিপেইড প্ল্যানের বৈধতা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মানুষের সাথে মানুষের যোগাযোগ বজায় রাখার জন্য অতিরিক্ত ১০ টাকার ফ্রি টকটাইম দেওয়া হচ্ছে।